দারুন ক্যামেরা ও ডিসপ্লে সহ লঞ্চ হল Moto Z3 Play

Moto Z3 Play তে ব্যাবহার করা হয়েছে 6000 সিরিজের পলিশড অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনে থাকবে একটি 6.01 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে।

দারুন ক্যামেরা ও ডিসপ্লে সহ লঞ্চ হল Moto Z3 Play
হাইলাইট
  • লঞ্চ হল নতুন Moto Z3 Play
  • Moto Z3 Play এর দাম 2,299 ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় 40,000 টাকা)
  • প্রথম কোম্পানির Z সিরিজের ফোনে ডুয়াল ক্যামেরা আনলো Motorola
বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরেই কানাঘুঁষো চলছিল। অবশেষে লঞ্চ হল নতুন Moto Z3 Play। কোম্পানির Z সিরিজের লেটেস্ট এই ফোনেও সব Moto Mod এর সাপোর্ট থাকবে। Moto Z3 Play তে দেখা যেবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটা আপ। এই প্রথম কোম্পানির Z সিরিজের ফোনে ডুয়াল ক্যামেরা আনলো Motorola। iPhone X এর মতো জেসচার কন্ট্রোল ফিচার যোগ হয়েছে এই ফোনে। এই ফোনের সাথেই থাকবে Moto Power Pack মড। এর মাধ্যমে এক চার্জে 40 ঘন্টা ব্যাক আপ থেকে এই Moto Z3 Play।
 

Moto Z3 Play এর দাম

ব্রাজিলে Moto Z3 Play এর দাম রাখা হয়েছে 2,299 ব্রাজিলিয়ান রিয়েল (প্রায় 40,000 টাকা)। জুন মাসের শেষেই বিশ্বের বিভিন্ন দেশে Moto Z3 Play বিক্রি শুরু হবে। আমেরিকায় গরমের মরশুমে লঞ্চ হবে এই ফোন। সেদেশে এই ফোনের দাম রাখা হয়েছে 499 মার্কিন ডলার (প্রায় 33,500 টাকা)। এর সাথেই মাওয়া যাবে Moto Power Pack। এছাড়াও কানাডাতেও খুব শিঘ্রই এই ফোনের বিক্রি শুরু হবে। তবে ভারতে কবে Moto Z3 Play আসবে তা জানায়নি Motorola।
 

Moto Z3 Play স্পেসিফিকেশান

Moto Z3 Play তে ব্যাবহার করা হয়েছে 6000 সিরিজের পলিশড অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনে থাকবে একটি 6.01 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। 18:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লে তে থাকবে Gorilla Glass 3 বের সুরক্ষা। Moto Z3 Play এর ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর Adreno 509 GPU।

ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে নতুন Moto Z3 Play তে। এই ক্যামেরায় থাকবে একটিও 12MP ও একটি 5MP সেন্সার। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। রিয়েল টাইম Google Lens ইন্টিগ্রাশান করা হয়েছে Moto Z3 Play এর ক্যামেরায়। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। একাধিক সেলফি মোডের সাথেই ফেস আনলক ফিচার দেখা যাবে নতুন এই ফোনে।

32GB ও 64GB দুটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Moto Z3 Play। microSD কার্ডের মাধ্যমে Moto Z3 Play এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Moto Z3 Play তে থাকবে একটি 3000mAh ব্যাটারি। এর সাথেই এই ফোনে থাকবে টার্বো চার্জিং সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  2. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  3. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  4. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  5. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  6. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  7. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  8. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  9. iQOO 15R স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি থাকতে পারে
  10. Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »