সম্প্রতি ভারতে কোম্পানির Moto G6 ও Moto G6 Play ফোনদুটি লঞ্চ হয়েছে। আর এবার এক রইপোর্টে জানানো হল খুব শিঘ্রই ভারতে Moto E5 সিরিজের ফোন লঞ্চ হবে। Moto E5 Plus ফোনটি ভারতে লঞ্চ করবে Motorola।
এই সপ্তাহের শুরুতেই এই ফোনের টিজার টুইটারে পোস্ট করেছিল Motorola। এর থেকেই ভারতে Moto E5 Plus লঞ্চ আসন্ন বলে মনে করা হচ্ছিল। Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। সম্প্রতি Gadget 360 জানতে পেরেছে জুলাই মাসে ভারতে এই ফোন লঞ্চ হবে। যদিও এদেশে Moto E5 ফোন পরে লঞ্চ করবে Motorola।
ইউরোপে Moto E5 Plus এর দাম 169 ইউরো (প্রায় 13,500 টাকা)। বাজেট সেগমেন্টে এই ফোন ভারতের বাজারে দশ হাজার বাজেটের মধ্যে লঞ্চ হতে পারে। এই দামে Xiaomi Redmi 5, Oppo Realme 1 এমনকি Xiaomi Redmi Note 5 ফোনগুলির সাথে এই ফোন টক্কড় দেবে।
Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই দুটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 435 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।
আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো চার্জিং টেকনোলজি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। Moto E5 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন