Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
বৃহস্পতিবার ভারতে আসছে Motorola One Vision। আজ দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। ভারতে এই প্রথম কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।লঞ্চের পরে বিশ্বের একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন।
Motorola One Vision লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?
Flipkart আর Youtube থেকে Motorola One Vision লঞ্চ সরাসরি দেখা যাবে। দুপুর 12 টায় শুরু হবে লাইভ স্ট্রিম। নীচে প্লে বাটনে ক্লিক করে লঞ্চ ভারতে Motorola One Vision লঞ্চ সরাসরি দেখা যাবে।
বিশ্বের একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। এই ফোনের দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।
Motorola One Vision স্পেসিফিকেশন
Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z TriFold to Be Produced in Limited Quantities; Samsung Plans to Review Market Reception: Report
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Tipped to Sport 'Transparent' Rear Panel, Hole Punch Display Cutout