Samsung Galaxy Fold এর থেকে এক ধাপ এগিয়ে থাকবে নতুন Moto Razr। ইতিমধ্যেই এই ফোন তৈরীর খবর জানিয়েছে Motorola। এই ফোনের সেকেন্ডারি ডিসপ্লেতে প্রি-ইনস্টলড কিছু অ্যাপ ব্যবহার করা যাবে।
Photo Credit: Yanko Design
2019 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে Motorola Razr
ফোল্ডেবেল ডিসপ্লের হাত ধরে স্মার্টফোন জগতে প্রবেশ করছে Moto Razr। 2019 শেষ ভাগে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই টেক গুরুদের কড়া নজরে এই ফোন। এই ফোনের ডিসপ্লে উপর নীচে ভিতরে ভাঁজ হবে। ফোনের বাইরে থাকবে একটি সেকেন্ডারি ক্যামেরা। তুলনামুলক ছোট এই ডিসপ্লেতে কয়েকটি অ্যাপ ব্যবহার করা যাবে।
XDA Developers এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Samsung Galaxy Fold এর থেকে এক ধাপ এগিয়ে থাকবে নতুন Moto Razr। ইতিমধ্যেই এই ফোন তৈরীর খবর জানিয়েছে Motorola। এই ফোনের সেকেন্ডারি ডিসপ্লেতে প্রি-ইনস্টলড কিছু অ্যাপ ব্যবহার করা যাবে।
কিছু ক্ষেত্রে ট্র্যাক প্যাড হিসাবে ব্যবহার করা যাবে Moto Razr এর সেকেন্ডারি ডিসপ্লে। ওয়াব ব্রাউজিং এর সময় এই ডিসপ্লের উপরে আঙুল বুলিং স্ক্রোল করা যাবে। ছয়টি সেটিংস মেনু সহজেই ব্যবহার করা যাবে। ক্যামেরা ব্যবহারের সময় এই ডিসপ্লের উপরে ট্যাপ করে ছবি তোলা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch