5 ডিসেম্বর দুবাইতে একটি স্মার্টফোন লঞ্চ ইভেন্ড আয়োজন করেছে Nokia। এই ইভেন্টের আমন্ত্রণ পত্রে তিনটি স্মার্টফোন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ইভেন্টে Nokia 8.1, Nokia 2.1 Plus আর বহু প্রতীক্ষিত Nokia 9 ফোন লঞ্চ করবে HMD গ্লোবাল।
Photo Credit: Twitter/ Juho Sarvikas
5 ডিসেম্বর দুবাইতে একটি স্মার্টফোন লঞ্চ ইভেন্ড আয়োজন করেছে Nokia
2018 সালে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছেন Nokia। কিন্তু এখনও HMD Global এর স্টক শেষ হয়নি। ডিসেম্বরে Nokia ব্র্যান্ডের অধীনে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে HMD Glabal। 5 ডিসেম্বর দুবাইতে একটি স্মার্টফোন লঞ্চ ইভেন্ড আয়োজন করেছে Nokia। এই ইভেন্টের আমন্ত্রণ পত্রে তিনটি স্মার্টফোন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ইভেন্টে Nokia 8.1, Nokia 2.1 Plus আর বহু প্রতীক্ষিত Nokia 9 ফোন লঞ্চ করবে HMD গ্লোবাল।
আরও পড়ুন: Nokia 9 এর পিছনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা আর সামনে বেজেল লেস ডিসপ্লে
টুইটারে এক পোস্টে কোম্পানির এক আধিকারিক এই খবর প্রকাশ্যে এনেছেন। কয়েক মাস আগে চিনে Noki X7 লঞ্চ করেছিল কোম্পানি। সেই ফোনের নাম বদলে বিশ্ব বাজারে Nokia 8.1 নামে লঞ্চ হতে চলেছে। এর সাথেই লঞ্চ হতে পারে Nokia 9। একাধিক রিপোর্টে জানা গিয়েছে Nokia 9 ফোনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা। এর সাথেই বাজেট সেগমেন্টে Nokia 2.1 Plus লঞ্চ করতে পারে HMD Global।
সম্প্রতি চিনের এক ওয়েবসাইটে Nokia 9 এর ছবি প্রকাশিত হয়েছিল। । এই ছবিতে দেখা গিয়েছে নতুন এই ফোনের মডেল নম্বর TA-1094। ফোলের পিছনে থাকবে গ্লসি ফিনিশ। এই ফোনের পিছনেই সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে Nokia 9 ফোনের ডিসপ্লের নীচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচার সহ বাজারে আসতে পারে এই ফোন।
2018 সালেই Nokia 9 বাজারে আসার কথা ছিল। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোনলঞ্চ পিছিয়ে যায়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ।
আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হতে পারে Nokia 9। লঞ্চের সময় এই ফোনে থাকতে পারে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও Nokia 9 এ থাকবে 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট 8GB RAM আর 256GB স্টোরেজ। নতুন ফ্ল্যাগশিপে 3900 mAh ব্যাটারি ব্যবহার করেছে Nokia।আগে রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 রিয়ার ক্যামেরায় 41MP+20MP+9.7MP তিনটি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে Xenon LED ফ্ল্যাশ। তবে এই সবই ইন্টারনেট থেকে পাওয়া খবর। এই ফোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি Nokia।
ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia 8.1 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia 8.1 ফোনের বডি।
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery