Nokia 3.1 A (বাঁ দিকে), Nokia 3.1 C (ডান দিকে)
বাজেট সেগমেন্টের দখল নিতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Nokia। মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Nokia 3.1 A আর Nokia 3.1 C। তবে নামে মিল থাকলেও Nokia 3.1 C আর Nokia 3.1 A এর সাথে এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Nokia 3.1 ফোনের স্পেসিফিকেশনে কোন মিল নেই।
কালো রঙে শুধুমাত্র Wallmart থেকে পাওয়া যাবে Nokia 3.1 A। অন্যদিকে ক্রিকেট ওয়্যারলেস স্টোর থেকে সাদা রঙে পাওয়া যাবে Nokia 3.1 C। 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
নাম ছাড়া Nokia 3.1 A আর Nokia 3.1 C ফোনে কোন পার্থক্য নেই। এক বিবৃতিতে HMD Global জানিয়েছে এই দুই ফোনে থাকছে 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 439 চিপসেট। দুটি ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে 32GB স্টোরেজ।
Nokia 3.1 A আর Nokia 3.1 C ফোনে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। মোশন ফটো নামে একটি বিশেষ ফিচার থাকছে এই দুই ফোনে। এই ফিচারে ছবি তুলতে শাটার বাটন প্রেস করলেই একটি ছোট ভিডিও সেভ হয়ে থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন