ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটি দেখা গিয়েছে। 2019 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম এই দুটি ফোন সামনে এসেছিল।
Nokia 4.2 ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে
শিঘ্রই ভারতে দুটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Nokia। ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটি দেখা গিয়েছে। 2019 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম এই দুটি ফোন সামনে এসেছিল। ভারতে লঞ্চ ছাড়াও ইতিমধ্যেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে Nokia 4.2। অন্যদিকে জার্মানিতে Nokia 3.2 প্রি-বুকিং শুরু হয়েছে।
ইতিমধ্যেই ভারতে Nokia ওয়েবসাইটে Nokia 4.2 আর Nokia 3.2 দেখা গেলেও ভারতে এই দুটি ফোন কবে লঞ্চ হবে জানায়নি HMD Global। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চের সময় Nokia 4.2 ফোনের দাম শুরু হয়েছিল প্রায় 11,900 টাকা থেকে। অন্যদিকে Nokia 3.2 এর দাম শুরু হয়েছিল প্রায় 9,800 টাকা থেকে। তবে ভারতে এই দুটি ফোনের দাম জানা যায়নি।
ডুয়াল সিম Nokia 4.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 4.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 4.2 তে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 4.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.29 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Black Friday Sale 2025 Date Announced; Will Offer Discounts on Smartphones, Laptops, and More
Nothing Phone 4a Reportedly Listed on BIS Website, Could Launch in India Soon