ডিসেম্বরে Nokia 8 ফোনে Android 9 Pie আপডেট পৌঁছেছিল
Nokia 6.1 Plus আর Nokia 8 ফোনে নতুন সফটওয়্যার আপডেট পৌঁছাতে শুরু করল। ইউজার রিপোর্টে জানা গিয়েছে এই আপডেটে 2019 জানুয়ারি অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। ধাপে ধাপে সব ফোনে এই আপডেট পাঠিয়ে দেবে কোম্পানি। আপাতত ভারত, ইরান ও নেদারল্যান্ডের Nokia 6.1 Plus আর Nokia 8 গ্রাহকরা এই আপডেট পাবেন। সম্প্রতি এই দুটি ফোনে পৌঁছেছিল Android 9 Pie আপডেট। তখনই Nokia 6.1 Plus ফোনে একটি প্রো ক্যামেরা মোড আর ডিসপ্লে নচ হাইড করার অপশন যোগ হয়েছে।
আরও পড়ুন: অফলাইনে বিক্রি শুরু হল এই Nokia স্মার্টফোন
ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ইতিমধ্যেই একাধিক Nokia 6.1 Plus আর Nokia 8 গ্রাহক এই আপডেট পেয়েছেন। Nokia 6.1 Plus ফোনে নতুন আপডেট এর সাইজ 60.9MB। তবে Nokia 8 ফোনে নতুন আপডেটের সাইজ 78.5MB। এই আপডেটে 2019 জানুয়ারি অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ ছাড়া নতুন কোনো ফিচার যোগ হয়নি।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Nokia 9 PureView
ছবি সৌজন্যে: টুইটার/ রিতম কর্মকার ও অভিজিত
আপাতত ভারত ও ইরানের Nokia 6.1 Plus ফোন গুলিতে নতুন আপডেট পৌঁছাবে। অন্যদিকে ভারত ও নেদারল্যান্ডের Nokia 8 গ্রাহকরা এই আপডেট পাবেন।
Nokia 6.1 Plus আর Nokia 8 ফোনের সেটিংস মেনু তে গিয়ে এই আপডেট পৌঁছেছে কিনা দেখে নিতে পারবেন।
আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা হলো এই দুটি Nokia স্মার্টফোন
গত সপ্তাহে Nokia 5 ফোনে এই একই আপডেট পৌঁছেছিল। এছাড়াও সম্প্রতি Nokia 5.1 Plus, Nokia 8.1 আর Nokia 8 Sirocco ফোনে 2019 জানুয়ারি অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট পৌঁছেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন