Photo Credit: TENAA
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.1 Plus। এছাড়াও এত্মধ্যেই বাজারে রয়েছে Nokia 5.1 Plus ও Nokia 6.1 Plus। এবার সামনে এলো Nokia 7.1 Plus ফোনটি। চিনে এই ফোনের নাম হতে পারে Nokia X7। জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইটে সম্প্রতি এই ফোন দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে Nokia 7.1 Plus এ থাকবে Snapdragon 710 চিপসেট, Android 8.1 অপারেটিং সিস্টেম, 6GB RAM। আগামী 16 অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে এই ফোন। কম আলোতে ভালো ছবি তোলার জন্য জনপ্রিয় হতে চলেছে Nokia 7.1 Plus।
GeekBench ওয়েবসাইটে Nokia X7 ফোনে 1,827 সিঙ্গেল কোর স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন 5,937 কোর করেছে। আগেই জানানো হয়েছে Nokia X7 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 6GB RAM। যদিও 4GB RAM ভেরিয়েন্টেও বাজারে আসবে এই স্মার্টফোন।
চিনে Nokia X7 নামে এই ফোন লঞ্চ হলেও সারা বিশ্বে Nokia 7.1 Plusনামে বাজারে আসতে চলেছে Nokia –র পরবর্তী ফোন। 4 অক্টোবর এই ফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি।
Nokia 7.1 Plus ফোনে থাকবে 6.18 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.7:9। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM।
ছবি তোলার জন্য Nokia 7.1 Plus ফোনে থাকবে 13MP+12MP রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ফোনের সামনে থাকবে একটি 20MP সেন্সার। Nokia 7.1 Plusফোনের ব্যাটারি 3400 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন