Photo Credit: NokiaPowerUser
আগামী মাসে বার্লিনে লঞ্চ হবে Nokia 7.2। লঞ্চের আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। নতুন Nokia 7.2 ফোনে থাকবে একটু 1.8 GHz অক্টা-কোর প্রসেসর আর 6GB RAM। ইতিমধ্যেই HMD Global জানিয়েছে Nokia 7.2 এর সাথেই লঞ্চ হবে Nokia 6.2।
Geekbench ওয়েবসাইটে Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে এই ফোনে অক্টা-কোর 1.8 GHz প্রসেসর দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনে Snapdragon 660 অথবা Snapdragon 710 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 1604 স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন পেয়েছে 5821।
Nokia 7.2 ফোনে থাকতে পারে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে থাকতে পারে HDR10 সাপোর্ট। ডিসপ্লের উপরে ছোট নচ থাকতে পারে। 4GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যেতে পারে।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি আর ফাস্ট ফার্জ সাপোর্ট।
5 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 7.2। একই সাথে লঞ্চ হবে Nokia 6.2।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন