Nokia 9 PureView এর উত্তরসূরী ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট আর 5G কানেক্টিভিটি।
Photo Credit: LoveNokia
জানুয়ারি মাসে বাজারে আসবে Nokia 9 PureView
ইন্টারনেটে Nokia 9 PureView ফোন নিয়ে জল্পনা তুঙ্গে। এর প্রধান কারন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। এবার এই ফোনের উত্তরসূরি নিয়ে খবর সামনে এল। নতুন রিপোর্টে জানা যাচ্ছে Nokia 9 PureView এর উত্তরসূরী ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট আর 5G কানেক্টিভিটি। একাধিক রিপোর্টে জানানো হয়েছিল জানুয়ারি মাসে বাজারে আসবে Nokia 9 PureView।
আরও পড়ুন: সস্তা হল Asus ZenFone Max Pro M1
সম্প্রতি টুইটারে এক পোস্টে জানানো হয়েছে Nokia 9 PureView এর উত্তরসূরী ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট আর 5G কানেক্টিভিটি। সেই পোস্টে 2019 সালের অগাস্ট মাসে Nokia 9 PureView এর উত্তরসূরী ফোন লঞ্চের কথা জানানো হয়েছে।
এই থাকবে এজ-টু-এজ QHD ডিসপ্লে। ডিসপ্লের ভিতরে সেলফি ক্যামেরা কাট থাকবে। সম্প্রতি একই প্রযুক্তি ব্যবহার করে Galaxy A8s ফোন লঞ্চ করেছিল Samsung। Samsung Galaxy S10 সিরিজের ফোনগুলিতেও এই ধরনের ডিসপ্লে দেখা যাবে। Nokia 9 PureView এর মতোই উত্তরসূরী ফোনেও থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা।
আরও পড়ুন: বছরের শুরুতেই ধামাকা, সস্তা হল একাধিক Xiaomi প্রোডাক্ট
প্রসঙ্গত জানুয়ারি মাসে বাজারে আসতে পারে Nokia 9 PureView। এই ফোনে থাকতে পারে পাঁচটি রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন স্মার্টফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?