Nothing Phone 3 ভারতে 74,999 টাকায় লঞ্চ হয়েছিল
Flipkart বিগ বিলিয়ন ডেজ সেপ্টেম্বর 23 থেকে শুরু হচ্ছে। যদিও তার আগের দিনই সেলের অ্যাক্সেস পাবে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা। এই মেগা সেলে কোন পণ্যে কত কম দামে পাওয়া যাবে, তার লিস্ট প্রতিদিন প্রকাশ করছে ই-কমার্স সংস্থাটি। জুলাই মাসে 79,999 টাকায় লঞ্চ হওয়া Nothing Phone 3 বিক্রি হবে মাত্র 34,999 টাকায়। শুনতে খুব অবিশ্বাস্য লাগলেও এমন অফারের কথা ঘোষণা করে ক্রেতাদের চমকে দিয়েছে কোম্পানি। নাথিং আসল দামের থেকে 45,000 টাকা সস্তায় তাদের ফ্ল্যাগশিপ ফোনটি ক্রেতাদের হাতে তুলে দেবে। তবে এই অফারের জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
নাথিং-এর সহ প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিডিস এক্স (সাবেক টুইটার)-এর একটি পোস্টে নিশ্চিত করেছেন, Nothing Phone 3 ভারতে 34,999 টাকায় কেনা যাবে। তবে সাথে তিনি স্পষ্ট করেছেন, এই দামে স্মার্টফোনটি কেনার সুযোগ পাবে কেবলমাত্র Phone (1) ও Phone (2) ব্যবহারকারীরা। পুরোনো ফোন এক্সচেঞ্জ অফারের মাধ্যমে বদল করলে 45,000 টাকা সস্তায় Nothing Phone 3 পাওয়া যাবে। মনে রাখবেন, এটি এককালীন বিশেষ অফার, যা কেবলমাত্র ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে পাওয়া যাবে।
জানিয়ে রাখি, অফারে শুধুমাত্র সেল ডিসকাউন্ট অর্ন্তভুক্ত নেই৷ এর সঙ্গে এক্সচেঞ্জ বাবদ 30,000 টাকা ছাড় মিলবে। আবার ব্যাঙ্কের তরফে 5,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস ও এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে যথাক্রমে 3,000 টাকা ও 7,000 টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে 45,000 টাকা কম দামে Nothing Phone 3 কেনার সুযোগ।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল 2025-এর সেরা ডিল নিঃসন্দেহে iPhone 16 Pro ও iPhone 16 Pro Max। সেল চলাকালীন, গ্রাহকরা iPhone 16 Pro ও iPhone 16 Pro Max যথাক্রমে 69,999 টাকা ও 89,999 টাকায় কিনতে পারবে৷ এই দামের মধ্যে সমস্ত অফার ও ক্রেডিট কার্ডের 5,000 টাকা ছাড় ধরা আছে। আইফোনের এই টপ মডেল দু'টিতে ফ্ল্যাট ডিসকাউন্টের অঙ্ক যথাক্রমে 50,000 টাকা ও প্রায় 55,000 টাকা।
উল্লেখ্য, ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে সমস্ত অফার ধরে তিন বছর আগের iPhone 14 মডেলটির দাম 39,999 টাকায় নেমে আসবে। এর 128 জিবি স্টোরেজ সহ বেস ভেরিয়েন্ট 79,990 টাকায় ভারতে এসেছিল। অর্থাৎ সেলে দাম প্রায় অর্ধেকে নেমে আসছে। এছাড়াও, গত বছরের iPhone 16 মডেলটিও আকর্ষণীয় ছাড়ে বিক্রি হবে। এটি 51,999 টাকায় কিনতে পারবেন। এই দামে কিন্তু ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত নেই। অর্থাৎ ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.