Nothing Phone 3a Lite features a triple camera setup
Nothing Phone 3a Lite ভারতে নভেম্বর 27, আগামী বৃহস্পতিবার লঞ্চ হচ্ছে। আজ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কথা জানিয়েছে লন্ডন ভিত্তিক সংস্থাটি। নাথিং-এর এই বাজেট-ফ্রেন্ডলি ফোন ভারতে কবে আসবে, সেই নিয়ে অপেক্ষায় ছিলেন ক্রেতারা। এটি গ্লোবাল মার্কেটে অক্টোবরের শেষে লঞ্চ হয়েছে ও বর্তমানে সংস্থার সবচেয়ে কম দামের (CMF সাব-ব্র্যান্ড বাদে) স্মার্টফোন। Nothing Phone 3a Lite মডেলটির পরিচ্ছন্ন এবং প্রিমিয়াম ডিজাইন প্রথমেই নজর কাড়বে। ফোনটি MediaTek Dimensity 7300 Pro প্রসেসরে রান করে। নাথিং-এর নতুন হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি সাদা এবং কালো রঙে উপলব্ধ।
কোম্পানির তরফে জানানো হয়েছে, Nothing Phone 3a Lite লঞ্চের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারী সহজলভ্য দামে ব্র্যান্ডের ইউনিক ডিজাইন, স্টাইল, ও নতুন প্রযুক্তির স্বাদ দেবে। অর্থাৎ, এটি সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে ফোনটির অনন্য লুকস ও ফিচার্সের অভিজ্ঞতা পৌঁছে দেবে। ডিভাইসটি ইউরোপের মতো ভারতেও একজোড়া রঙে উপলব্ধ হবে। বৈশিষ্ট্যের দিক থেকেও বেশি তফাৎ থাকবে না বলে আশা করা যায়।
নাথিং ফোন 3এ লাইট এর সামনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), এবং HDR সাপোর্ট করে। স্ক্রিনে পান্ডা কভার আছে। সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অফার করে।
নাথিং-এর এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.9 অ্যাপারচার সাপোর্ট করে। এছাড়াও, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 20 মিনিটে 50 শতাংশ চার্জ হয়। এটি 33W ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে।
প্রসঙ্গত, Nothing Phone 3a Lite এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 249 ইউরো (প্রায় 25,600 টাকা)। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 279 ইউরো (প্রায় 28,700 টাকা)। ফোনটির দাম ভারতে কেমন হতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.