The OnePlus 13 remains a solid choice after the launch of OnePlus 15 and 15R
Photo Credit: OnePlus
সামনের বছর থেকেই স্মার্টফোনের দাম উর্দ্ধমুখী হতে চলেছে। মেমোরি চিপের সংকটের কারণে বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ, প্রিমিয়াম — সমস্ত রকমের ফোন কিনতে অতিরিক্ত খরচ করতে হবে ক্রেতাদের। ফলে বর্ষশেষে এটাই নতুন মোবাইল ফোন কেনার উপযুক্ত সময়। তার ওপর যদি স্মার্টফোন ব্র্যান্ড মোটা অঙ্কের ডিসকাউন্ট দেয়, তাহলে তো কথাই নেই। OnePlus 13 বর্তমানে এমনই অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে। দুর্ধর্ষ ফিচার্সের এই ফ্ল্যাগশিপ ফোন Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লঞ্চ প্রাইসের চেয়ে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ছাড়ের মধ্যে ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত রয়েছে।
OnePlus 13 গত জানুয়ারি মাসে ভারতে 69,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল। স্মার্টফোনের বেস মডেলটি এখন অ্যামাজনে 63,999 টাকায় লিস্টেড আছে। আবার HDFC, ICICI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 6 মাস নো-কস্ট EMI প্ল্যানে 4,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে হ্যান্ডসেটের দাম 59,999 টাকায় নেমে এসেছে। অর্থাৎ ফ্ল্যাট 10,000 টাকা ছাড়ে কেনার সুযোগ।
এছাড়াও, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পুরো দাম মেটালে 3,500 টাকা সাশ্রয় করা যাবে। OnePlus পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 51,200 টাকা পর্যন্ত ভ্যালু অফার করছে। তবে এই দাম ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। তাই 20,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেলেও 40,000 হাজার টাকার নিচে দাম নেমে আসছে। ডিভাইসটি মিডনাইট ওশান, আর্কটিক ডন, ও ব্ল্যাক এক্লিপস কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
ওয়ানপ্লাস 13-এর সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট , 4,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন অফার করে। স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করে৷ এতে Adreno 830 জিপিইউ আছে। কোম্পানি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) দেওয়ার কথা জানিয়েছে।
OnePlus 13-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও f/2.0 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত৷ রিয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
অন্য দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, 10W রিভার্স ওয়্যারলেস, ও 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.