OnePlus 13s একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Photo Credit: OnePlus
কালীপুজোর আগে নতুন ফোন কিনতে চান? তাহলে Amazon Great Indian Festival 2025 সেলের দিওয়ালি এডিশন দিচ্ছে বড় সুযোগ। মার্কিন ই-কমার্স সংস্থাটি তাদের প্ল্যাটফর্মে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করছে। বিশেষ করে স্মার্টফোন ক্যাটাগরিতে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। সে রকমই একটি হাতছাড়া না করার মতো ডিল হল OnePlus 13s।কম্প্যাক্ট ডিজাইন ও পাওয়ারফুল পারফরম্যান্সের জন্য পরিচিত এই প্রিমিয়াম হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে 48,000 টাকারও কম দামে। আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তাহলে জুনে ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের এই মডেল দুর্দান্ত অপশন হতে চলেছে।
OnePlus 13s ভারতে জুন মাসে প্রকাশ হয়েছিল। লঞ্চের সময় 12 জিবি র্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের বেস মডেলের দাম 54,999 টাকা রাখা হয়েছিল। কিন্তু অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের দিওয়ালি এডিশন সেলে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইসটি 50,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ লঞ্চ প্রাইসের তুলনায় 4,000 টাকা সস্তা হয়েছে। তবে এখানেই শেষ নয়। দাম সরাসরি কমার পাশাপাশি আরও একটি উপায়ে অতিরিক্ত সাশ্রয় করা যাবে।
অ্যাক্সিস ব্যাঙ্ক ও আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার নো-কস্ট EMI প্ল্যানে কিনলে 3,250 টাকা ছাড় মিলবে। অর্থাৎ 47,749 টাকায় কেনা যেতে পারে। এছাড়াও, আপনি পুরনো স্মার্টফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে খরচ উল্লেখযোগ্য হারে নামিয়ে আনতে পারবেন।
Photo Credit: Screenshot/Amazon
জানিয়ে রাখি, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল দিওয়ালি এডিশনের আরও একটি দুর্দান্ত ডিল হল OnePlus 13। এই পিওর ফ্ল্যাগশিপ ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন বিক্রি হচ্ছে 63,999 টাকায়। যেখানে লঞ্চ হওয়ার সময় দাম 69,9999 টাকা ছিল। অর্থাৎ 6,000 টাকার সরাসরি ডিসকাউন্ট। আবার ব্যাংক অফার যোগ করলে 4,000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে দাম 59,999 টাকায় নেমে আসবে।
স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 13s একটি 6.32 ইঞ্চি LTPO ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,600 নিট ব্রাইটনেস, এবং 1.5K (1,216×2,640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনে অ্যাকোয়া টাচ 2.0 প্রযুক্তি এবং গ্লোভ মোড থাকার কারণে ভেজা বা গ্লাভস পরা হাতেও ব্যবহার করা যাবে। হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite প্রসেসর ও Android 15-ভিত্তিক OxygenOS 15 কাস্টম স্কিনে রান করে।
ডিভাইসটির ব্যাক প্যানেলে OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর উপলব্ধ। এর 5,850 এমএএইচ ব্যাটারি 80 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.