OnePlus 15R সংস্থার অনলাইন ও অফলাইন স্টোর, Amazon, Reliance Digital, Croma, Vijay Sales থেকে বিক্রি হচ্ছে।
OnePlus 15R features a AMOLED display with a 165Hz refresh rate
OnePlus 15R গত সপ্তাহে ভারতে শোরগোল ফেলে রিলিজ হয়েছিল। আর আজ ফোনটির সেল শুরু হয়েছে। এটি ফ্ল্যাগশিপ OnePlus 15-এর মতো একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোন যা গেমিং ও মাল্টিটাস্কিংকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে যা ভারতের অন্য কোনও হ্যান্ডসেটে নেই। OnePlus 15R-এর বিশেষ ফিচার্সের মধ্যে আছে 165 হার্টজ রিফ্রেশ রেট, 120 FPS-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 360 ডিগ্রি ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম, NFC, জল এবং ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রটেকশন, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি। ওয়ানপ্লাস ফার্স্ট সেলে বেশ কিছু আকর্ষণীয় অফার দিচ্ছে।
OnePlus 15R ভারতে দু'টি স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 47,999 টাকা। অন্য দিকে, টপ 12 জিবি + 512 জিবি ভার্সনের মূল্য 52,999 টাকা। তবে Axis ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের কার্ডে লেনদেন করলে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে দাম যথাক্রমে 44,999 টাকা এবং 47,999 টাকায় নেমে আসবে। ফোনে মিন্ট গ্রীন, চারকোল ব্ল্যাক, এবং ইলেকট্রিক ভায়োলেট কালার অপশন আছে।
এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে সর্বাধিক 1,589 টাকা ক্যাশব্যাক মিলতে পারে। হ্যান্ডসেটটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, সংস্থার অনলাইন ও অফলাইন স্টোর, Amazon, Reliance Digital, Croma, Vijay Sales, ও Bajaj Electronics থেকে বিক্রি হচ্ছে। সংস্থা এই ফোনে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফার করছে।
ওয়ানপ্লাস 15আর স্মার্টফোনে 6.83 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে Android 16-নির্ভর OxygenOS 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
ওয়ানপ্লাসের এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর থাকার কথা প্রথমেই বলা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,400mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে চারটি IP রেটিং আছে— IP66, IP68, IP69, ও IP69K।
OnePlus 15R -এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি-যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, f/2.2 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India