মাত্র 22 দিনের সারা বিশ্বে 10 লক্ষ OnePlus 6 বিক্রি হয়েছে। এমনটাই জানালো চিনের স্মার্টফোন কোম্পানি OnePlus। লঞ্চের মাত্র 22 দিনের মধ্যেই এক মিলিয়ান OnePlus 6 বিক্রি করেছে OnePlus। 2013 সালের ডিসেম্বর মাসে কোম্পানি তৈরী হওয়ার পরে এই প্রথম কোম্পানির কোন ফোন এক মিলিয়ান বিক্রি হল। এক মিলিয়ান OnePlus 5 আর OnePlus 5T বিক্রি করতে কোম্পানির তিন মাস সময় লেগেছিল। এছাড়াও জানা গিয়েছে ভারতে ফোন লঞ্চ হওয়ার প্রথম দশ মিনিটে 100 কোটি টাকার ফোন বিক্রি করেছে OnePlus। লন্ডনে গ্লোবাল লঞ্চের পরের দিনই ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 6। OnePlus 6 এর দাম শুরু 34,999 টাকা থেকে।
আর এই বিশাল সাফল্যকে সেলিব্রেট করতে বিশেষ কোম্পানি বিশেষ কমিউনিটি সেলিব্রাশান সিজনের আয়োজন করেছে। এই উপলক্ষ্যেই একাধিক অফার নিয়ে সেছে OnePlus। 15-26 জুন Citi Bank ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডাররা 2000 টাকা ক্যাশব্যাক পাবেন। এর সাথে সব জনপ্রিয় ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা নো কস্ট EMI এর সুবিধা পাবেন। এছাড়াও Amazon এ কোন বন্ধুকে OnePlus 6 কেনার পরামর্শ দিলে অতিরিক্ত তিন মাসের ওয়ারান্টি পাওয়া যাবে। আর অফিশিয়াল অনলাইন বা অফলাইন স্টোর থেকে OnePlus 6 কিনলে দুই জন ভাগ্যবান গ্রাহক বিনামূল্যে একটি কফ্ল্যাগশিপ পেয়ে যাবেন। আর যন্ত্রাংশে 10% ছাড় পাবেন গ্রাহকরা।
নতুন OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন