HDFC ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে OnePlus 6 ফোনে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথেই Amazon.in থেকে এই ফোন কিনলে নো কস্ট EMI ও পরে OnePlus 6 এর কেস কিনলে 20 শতাংশ ছাড় পাওয়া যাবে। 23 জুলাই পর্যন্ত এই অফার চলবে।
ছাত্রদের জন্য নতুন ‘ব্যাক টু স্কুল’ অফার লঞ্চ করল চিনের স্মার্টফোন কোম্পানি OnePlus। এই অফারে ছাত্রদের জন্য EMI অফার সহ একাধিক সুবিধা দেওয়া হবে। HDFC ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে OnePlus 6 ফোনে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথেই Amazon.in থেকে এই ফোন কিনলে নো কস্ট EMI ও পরে OnePlus 6 এর কেস কিনলে 20 শতাংশ ছাড় পাওয়া যাবে। 23 জুলাই পর্যন্ত এই অফার চলবে।
ব্যাক টু স্কুলের এই অফার কম্পানির নিজস্ব অনলাইন ও অফলাইন স্টোর ও Amazon.in থেকে পাওয়া যাবে। এই বছর মে মাসে OnePlus 6 লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 34,999 টাকা। আর 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্তের দাম ছিল 39,999 টাকা। এর সাথেই সম্প্রতি একটি 8GB RAM আর 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 ভারতে লঞ্চ হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 43,999 টাকা। তিনটি ভেরিয়েন্তেই এই অফারে ডিসকাউন্ট দিচ্ছে OnePlus।
মুম্বাইতে OnePlus 6 লঞ্চের সময় এই দেশে নতুন পাঁচটি OnePlus এক্সপেরিয়েন্স স্টোর ও দশটি নতুন সার্ভিস সেন্টার খোলার কথা জানিয়েছিল OnePlus। এর সাথেই সম্প্রতি জানা গিয়েছে ভারতে কোম্পানির নতুন গবেষনা কেন্দ্র খুলতে চায় OnePlus। চিনের পরেই কোম্পানির দ্বিতীয় প্রধাণ কার্যালয় ভারতে খুলবে OnePlus। 2018 সালের মধ্যেই এই সব কাজ ভারতে করে ফেলবে চিনের কোম্পানিটি।
“কোম্পানির মোট গ্রাহকের 30 শতাংশ 18-35 বছরের মধ্যে বয়স। এদের মধ্যে বেশিরভার ছাত্র। ছাত্ররা সবসময় যে কোন জিনিস কেনার আগে অনেক পড়াশুনা করে তবেই কেনার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোন কেনার আগে এই পড়াশুনা আরও বেড়ে যায়।” বলে জানিয়েছেন ভারতে কোম্পানির জেনারেল ম্যানেজার বিকাশ আগ্রবাল। তিনি আরও বলেন, “নতুন এই অফারে ছাত্রদের OnePlus 6” কেনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেই আমরা মনে করছি।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
MeitY Issues Compliance Reminder to Online Platforms Over Obscene Content