Photo Credit: অমিতাভ বচ্চন /টুইটার
17ই মে আনুষ্ঠানিক ভাবে ভারতে ওয়ান প্লাস 6 মডেলটি প্রকাশ পাওয়ার আগেই এর সাদা এবং কালো রঙের মডেলের সাম্প্রতিক বৈশিষ্ট্য সম্বন্ধে জানা গেলো অমিতাভ বচ্চনের টুইটে.
ভারতে ওয়ান প্লাসের ব্র্যান্ড এম্বাসেডরকে একটি কালো মডেল ও ওয়ান প্লাস এর সিইও পিট্ লাওকে একটি সাদা মডেল হাতে নিয়ে দেখা গেল একটি ছবিতে যা অমিতাভ তার টুইটারে ভুলবশত পোস্ট করে ফেলেন. যদিও পরে টুইটটি সরিয়ে দেওয়া হয়েছে.
ওয়ান প্লাসের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যাতে এই মডেলের স্লো মোশন ক্যামেরা সম্পর্কে দেখানো হয়. তবে তাতে ওয়ান প্লাস 6 এর কোনো ছবি দেখা যায় নি.স্লো-মো ক্যামেরার বৈশিষ্ট হলো 960 fps এর উন্নতমানের ফ্রেম রেটে ভিডিও রেকর্ডিং. এছাড়াও থাকছে স্ন্যাপড্রাগন 845 SoC.
টুইটারে প্রকাশ পাওয়া ছবিটি থেকে বোঝা যাচ্ছে যে রিয়ার ক্যামেরা টি মধ্যেখানে এবং পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে. সাদা মডেলটিতে ম্যাট ফিনিশ ও কালো মডেলটিতে গ্লসি ফিনিশ পাওয়া যাবে. আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ পাওয়া অবধি অবশ্য আমাদের অপেক্ষা করতে হবে সব তথ্য জানার জন্য.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন