আজ থেকে ভারতে বিক্রি শুরু হল OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান। জনপ্রিয় মার্ভেল অ্যাভেঞ্জার্স সিরিজের সাথে হাত মিলিয়ে এই ফোন লঞ্চ করেছে OnePlus। এই ফোনের পিছনে রয়েছে অ্যাভেঞ্জারের ইনসিগনিয়া। এছাড়াও ফোনের পিছনে গ্লাস কেসিং এর নীচে রয়েছে কার্বোন ফাইবার টেক্সচার। এই ফোনের পিছনে OnePlus লোগো ও অ্যালার্ট স্লাইডারটি সোনালি রঙের। এছাড়াও OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশানে প্রিলোডেড থাকবে পাঁচটি অ্যাভেঞ্জার্স ওয়ালপেপার। এমনকি ফোনের বাক্সটিও তৈরী করা হয়েছে অ্যাভেঞ্জার্স সিরিজের ডিজাইনেই।
যদিও শুধুমাত্র ডিজাইনেই বদল আসেনি নতুন এই লিমিটেড এডিশান ভেরিয়েন্টে। এই ফোনটি OnePlus 6 এর একমাত্র ভেরিয়েন্ট যার ভিতরে থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ। মঙ্গলবার দুপুর 12 টা থেকে শুধুমাত্র Amazon.in এ কেনা যাবে এই ফোন। খুব অল্প পরিমানে ফোন বিক্রি করা হবে এই সেলে। এছারাও আগামি 3 জুন থেকে বেঙ্গালুরুর OnePlus এক্সপেরিয়েন্স স্টোর, ক্রোমা রিটেল স্তোরে এই লিমিটেড এডিশান OnePlus 6 পাওয়া যাবে। এর সাথেই আগামি 5 জুন কোম্পানি বাজারে আনবে OnePlus 6 এর সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোন।
OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এর দাম 44,999 টাকা। আজ পর্যন্ত OnePlus এর লঞ্চ করা সব থেকে দামী ফোন এটি। OnePlus 6 এর সব অফার কাজ করবে এই ফোনের সাথেও। Citibank ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যাবহারকারীরা পাবেন 2000 টাকা ক্যাশব্যাক। এর সাথেই আপনার ফোনটিকে এক বছরের জন্য বিমা করে দেবে OnePlus। আর ClearTrip এ হোটেল ও ফ্লাইট বুকিং এ পাবেন 25,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা। আর এই ফোন কিনলে Amazon আপনাকে দেবে 250 টাকার প্রাইম ভিডিও গিফট কার্ড আর Kindle এর তরফ থেকে পেয়ে যাবেন ইবুকে 500 টাকা ছাড়।
এর সাথেই থাকছে রেফারাল অফার। আপনি যদি 18 মে বা তার আগে OnePlus 3 বা নার থেকে নতুন ফোন কিনে থাকেন আর আপনার রেফারাল কোডে যদি দুইজন OnePlus 6 কেনেন তবে কোম্পানি আপনাকে বিনামূল্যে দেবে নতুন OnePlus Bullets V2 হেডফোন। এর সাথেই গ্রাহকরা পাবেন তিন মাসের অতিরিক্ত ওয়ারিন্টি।
নতুন OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
লিমিটেড এডিশান এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন