আজ থেকে ভারতে শুরু হল ওয়ানপ্লাস 6-এর আর্লি অ্যাক্সেস সেল, যা আপনাদের জানা দরকার
NDTV,
আপডেট: 21 মে 2018 21:51 IST
ভারতে ওয়ানপ্লাস 6'এর ফোনের মূল্য 6 জিবির জন্য 34999 এআকা এবং 8 জিবির জন্য 39999 টাকা
বিজ্ঞাপন
গত সপ্তাহে ওয়ানপ্লাস 6-এর মেগা লঞ্চের পর চিনা সংস্থাটি ভারতের জন্য একটি স্মার্টফোন তৈরি করল। ওয়ানপ্লাস 6 আজ থেকে বাজারে পাওয়া যাবে oneplus.in, অ্যামাজন, এবং পপ-আপ স্টোরগুলিতে। দেশের 8টি শহরে পাওয়া যাবে এই ফোন। এই স্মার্টফোনের দাম 34,999 টাকা থেকে শুরু। তিনটি রঙের মডেল রয়েছে এটির। বিভিন্ন ধরনের লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে। যে সব জায়গায় গিয়ে আপনি এই ফোন কিনতে পারেন, তার একটি তালিকা দেওয়া হল।
ভারতে ওয়ানপ্লাস 6-এর দাম এ দেশে শুরু হচ্ছে 34999 টাকা থেকে। 6 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ পাওয়া যাবে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে যে ফোনে, তার দাম 39999 টাকা। ওয়ানপ্লাস 6 মার্ভেল অ্যাভেঞ্জারস লিমিটেড এডিশন অ্যামাজন এবং oneplus.in এ পাওয়া যাবে আগামী 29 মে থেকে। যার মূল্য 44999 টাকা। সিল্ক হোয়াইট ভ্যারিয়্যান্টটি পাওয়া যাবে 5 জুন থেকে। যাতে রয়েছে 8 জিবি র্যাম এবং 128 জিবি কনফিগারেশন। অনলাইনে ওয়ানপ্লাস 6 পাওয়া যাবে দুপুর 12টা থেকে। দুটি রঙের মডেলে। মিডনাইট ব্ল্যাক ( 8 জিবি র্যাম এবং 128 জিবি ভ্যারিয়্যান্ট ) এবং মিরর ব্ল্যাক ( 6 জিবি/64 জিবি এবং 8জিবি/128জিবি ) পাওয়া যাবে অ্যামাজন ইন্ডিয়া থেকে। শুধুমাত্র অ্যামাজন প্রাইমের সদস্যদের জন্য। এটি পাওয়া যাবে আগামী 22 মে থেকে। যারা যারা অ্যামাজন ইন্ডিয়ার ফাস্ট এএফ সেল থেকে এই স্মার্টফোনটি প্রি-বুক করেছে, তারা রেগুলার লঞ্চ অফারের সঙ্গেও বাড়তি সুবিধা হিসাবে 3 মাসের বর্ধিত ওয়ারান্টি এবং 1000 টাকা অ্যামাজন পে ব্যালান্স ক্যাশব্যাক পাবে।