মঙ্গলবার থেকে বিক্রি শুরু হল OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনটি। শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাস স্টোর থেকেই এই ফোন কেনা যাবে।
মঙ্গলবার থেকে বিক্রি শুরু হল OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনটি। শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাস স্টোর থেকেই এই ফোন কেনা যাবে। নতুন লিমিটেড এডিশান এই ফোনের পিছনে থাকবে মসৃন টেক্সচার। চারটি আলাদা কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল OnePlus 6। ইতিমধ্যেই লঞ্চ হয়েছে মিওর ব্যাক, মিডনাইট ব্যাক ও অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানের ফোন তিনটি। এবার। বিক্রি শুরু হল শেষ কালার ভেরিয়েন্ট সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনটি। এই ফোনের ডিসপ্লের উওপরে রয়েছে একটি কালো নচ আর ফোনের পিছনে রয়েছে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা।
ভারতে OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান এর দাম 39,999 টাকা। সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের গ্রাহকরা এই ফোন কিনলে 2000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও প্রায় সব ব্যাঙ্কের কার্দেই পাওয়া যাবে তিন মাসের নো কস্ট EMI। OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান এর গ্রাহকরা Kotak 811 অ্যাপটি ইনসটল করলে 12 মাসের অ্যাক্সিডেন্টাল বিমা বিনামূল্যে পেয়ে যাবেন। এর সাথেই পাবেন অ্যামাজন প্রাইম ভিডিও ও কিন্ডেল স্টোরের গিফট কুপন। আইডিয়া গ্রাহকরা পাবেন 2000 টাকার ক্যাশব্যাক। এর সাথেই ক্লিয়ারট্রিপে হোটেল ও ফ্লাইট বুকিং এ 25000 টাকা পর্যন্ত ছার পাওয়া যাবে OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশানের লঞ্চ অফারে।
নতুন OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
লিমিটেড এডিশান এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple's Foldable iPhone, Samsung Galaxy Z Trifold to Accelerate Foldable Smartphone Growth in 2026: IDC