OnePlus 6T ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আপনি যখন ঘুমাবেন তা নিজে থেকে বুঝে যাবে OnePlus 6T।
Photo Credit: Twitter/ OnePlus
OnePlus 6T ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট
আগামী 30 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T। একই দিনে ভারতে ও সারা পৃথিবীতে এই ফোন লঞ্চ হবে। এই বছর মে মাসে বাজারে এসেছিল OnePlus 6। সেই ফোনে কিছু বদল এনে লঞ্চ হচ্ছে OnePlus 6T। OnePlus 6Tফোনের অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে ছোট্ট ওয়াটার ড্রপ নচ আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবার OnePlus জানিয়েছে কোম্পানির নতুন 6T ফোনে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস থাকবে। এর সাথেই থাকবে উন্নত ডু-নট-ডিসটার্ব মোড। OnePlus 6Tফোনে থাকবে সম্পূর্ণ নতুন নেভিগেশান জেসচার। এর সাথেই কোম্পানি জানিয়েছে OnePlus 6Tফোনের ক্যামেরা বিভাগেও বড় উন্নতি হতে চলেছে।
“গ্রাহককে আরও দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।” একটি ব্লগ পোস্টে জানিয়েছে OnePlus। “সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেসেগ্রাহক আরও সহজে OnePlus 6T ফোন ব্যবহার করতে পারবেন।”
প্রসঙ্গত OnePlus 6T ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আপনি যখন ঘুমাবেন তা নিজে থেকে বুঝে যাবে OnePlus 6T। ঘুমের সময় ব্যাকগ্রাউন্ড টাস্ক বন্ধ করে আরও বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এছাড়াও OnePlus 6T ফোনে থাকবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে OnePlus 6Tফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। এখন 1,000 টাকা দিয়ে এই ফোন প্রি-বুক করা যাবে। OnePlus 6Tপ্রি-বুক করলে কোম্পানি ফোনের সাথে একটি USB Type-C হেডফোন বিনামূল্যে দেবে। প্রসঙ্গত OnePlus 6T তে থাকবে না কোন 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show