Photo Credit: OnLeaks
OnePLus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7
2019 সালের প্রথমার্ধে বাজারে আসবে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7। এই ফোনে লেটেস্ট Snapdragon 855 চিপসেট থাকার খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ফোনেও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করছে না OnePlus। সম্প্রতি এক রিপোর্টে OnePlus 7 ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই ছবিতে OnePlus 7 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরার সাথেই ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে।
ছবি: OnLeaks
OnLeaks ও PriceBaba ওয়েবসাইটে OnePlus 7 এর ছবি প্রকাশিত হয়েছে। এই ছবি অনুযায়ী OnePlus 7 ফোনে থাকছে অল বডি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ক্যামেরার নীচেই থাকছে LED ফ্ল্যাশ।
ফোনের পাশে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। নীচে থাকছে USB Type-C আর স্পিকার গ্রিল। ফনের উপরে থাকছে সিম ট্রে। তবে এই ফোনে কোনও 3.5 মিমি হেডফোন জ্যাক দেখা যায়নি।
নতুন ডিজাইনে OnePlus 7 ফোনে 95 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন