Photo Credit: True-Tech
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 7T আর OnePlus 7T Pro। ইতিমধ্যেই এই ফোনের পরবর্তী ভার্সান OnePlus 8 Pro তৈরির কাজ শুরু করেছে OnePlus। সম্প্রতি পরবর্তী OnePlus ফোনের ডিজাইন সামনে এসেছে। ইন্টারনেটে প্রকাশিত এক ডায়াগ্রাম থেকে জানা গিয়েছে OnePlus 8 Pro ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। প্রসঙ্গত OnePlus 7 Pro আর OnePlus 7T Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
সম্প্রতি সামনে আসা ছবিতে OnePlus 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। চতুর্থ ক্যামেরাটি একটি টাইম অফ ফ্লাইট (ToF) ক্যামেরা হতে চলেছে। এছাড়াও ফোনের পিছনে লেজার অটো ফোকাসের জন্য বিশেষ মডিউল থাকছে।
যদিও নতুন ডায়াগ্রামে ফোনের সামনে থেকে দুটি আলাদা ডিজাইন দেখা গিয়েছে। এর মধ্যে একটি ডিজাইনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা, অন্য ডিজাইনে দুটি সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus 8 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে।
যদিও অনেকে বলছে একটি সেলফি ক্যামেরার ফোনটি OnePlus 8 আর ডুয়াল সেলফি ক্যামেরার ফোনটি OnePlus 8 Pro নামে লঞ্চ হবে।
ডায়াগ্রামে ফোনের ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গিয়েছে। OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি।
আরও পড়ুন:
নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন