Photo Credit: Twitter/ Max J.
15 এপ্রিল লঞ্চ হতে পারে OnePlus 8 ও OnePlus 8 Pro। আপাতত OnePlus 8 সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও কয়েক মাস পরে বাজারে আসবে OnePlus 8 Lite। COVID-19 অতিমারির কারণে লাইট ভার্সন লঞ্চ পিছিয়ে দিয়েছে OnePlus। OnePlus 8 Lite এ থাকতে পারে MediaTek Dimensity চিপসেট।
সম্প্রতি ম্যাক্স জে নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একটি ফোনের সামনে '15 এপ্রিল' লেখা দেখা গিয়েছে। এর পরেই OnePlus 8 সিরিজ লঞ্চ ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। পরে WinFuture ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এক অনলাইন ইভেন্ট থেকে লঞ্চ হবে OnePlus 8 ও OnePlus 8 Pro। যদিও কয়েক মাস পরে লঞ্চ হবে OnePlus 8 Lite।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের জন্য মার্চ থেকে পিছনে এপ্রিলে লঞ্চ হতে চলেছে OnePlus 8 সিরিজ।
এসে গেল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro; এক ক্লিকে সব ফিচার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এপ্রিলের মাঝামাঝি লঞ্চ হলেও কবে এই ফোনগুলি বিক্রি শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এপ্রিলে দুটি ফোন লঞ্চের পর জুলাইতে বাজারে আসতে পারে OnePlus 8 Lite। এই ফোনে MediaTek Dimensity 1000 চিপসেট থাকতে পারে। অন্যদিকে OnePlus 8 ও OnePlus 8 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন