Photo Credit: Winfuture
ক্রমশ এগিয়ে আসছে OnePlus 8 ও OnePlus 8 Pro লঞ্চ। তাল মিলিয়ে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হচ্ছে। OnePlus 8 Pro এর পিছনে একটি ক্যামেরায় 30x ডিজিটাল জুম থাকতে পারে। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই এই ফোনে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ক্যামেরার জন্য OnePlus 8 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। তিনটি রঙে বাজারে আসতে পারে OnePlus 8।
Pricebaba ওয়েবসাইটে ঈশান অগ্রবাল জানিয়েছেন OnePlus 8 Pro তে 48 মেগাপিক্সেল IMX689 প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকবে একটি 48 মেগাপিক্সেল IMX586 আলট্রা ওয়াইড ক্যামেরা। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও 30x ডিজিটাল জুম থাকছে। এই ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। ঈশান জানিয়েছেন OnePlus 8 Pro তে 1400nits ব্রাইটনেসের HDR10+ ডিসপ্লে থাকবে।
এটাই Poco F2! নেট পাড়ায় শুরু হল জল্পনা
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
অন্যদিকে Winfuture ওয়েবসাইটে জানানো হয়েছে OnePlus 8 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। OnePlus 8 -এ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ছবিতে এই ফোনের সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের সঙ্গেই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।
15 এপ্রিল লঞ্চ হতে পারে OnePlus 8 ও OnePlus 8 Pro। এই দুই ফোন লঞ্চের কয়েক মাস পরে বাজারে আসতে পারে OnePlus 8 Lite।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন