14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 ও OnePlus 8 Pro। লঞ্চের আগেই এই দুই ফোনের দাম ফাঁস হয়ে গেল। সেই খবর সত্যি হলে OnePlus 7 সিরিজের থেকে বেশি দামে লঞ্চ হবে OnePlus 8 সিরিজ। OnePlus 8 ও OnePlus 8 Pro তে 5G কানেক্টিভিটি ও ওয়্যারলেস চার্জ সাপোর্ট থাকার কারণেই দাম বাড়তে পারে। এই দুই ফোনের ভিতরে থাকছে Snapdragon 865 চিপসেট।
919 ইউরো থেকে 929 ইউরো (প্রায় 76,600 টাকা থেকে 76,900 টাকা) দামে লঞ্চ হতে পারে OnePlus 8 Pro। এই দামে পাওয়া যাবে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 1,009 ইউরো থেকে 1,019 ইউরো (প্রায় 83,500 টাকা থেকে 84,400 টাকা) খরচ হতে পারে।
তুলনামূলক কম দামে লঞ্চ হবে OnePlus 8। 8GB RAM + 128GB স্টোরেজে OnePlus 8 কিনতে 719 ইউরো থেকে 729 ইউরো (প্রায় 59,500 টাকা থেকে 60,400 টাকা) খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম হতে পারে 819 ইউরো থেকে 829 ইউরো (প্রায় 67,800 টাকা থেকে 68,700 টাকা)।
গত বছর 599 ইউরো (প্রায় 49,600 টাকা) থেকে OnePlus 7T লঞ্চ হয়েছিল। OnePlus 7T Pro লঞ্চ হয়েছিল 759 ইউরো (প্রায় 62,900 টাকা) থেকে।
ইউরোপের Alsa.sk ওয়েবসাইটে কিছু সময়ের জন্য এই দুই ফোনে দেখা গিয়েছিল। সেই লিস্টিংয়ে OnePlus 8 ও OnePlus 8 Pro-র দাম সামনে এসেছে।
OnePlus 8 ও OnePlus 8 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই দুই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM ও UFS 3.0 ফ্ল্যাশ স্টোরেজ। ফাস্ট চার্জিংয়ের সঙ্গেই এই দুই ফোনে থাকবে 30W ওয়্যারলেস চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন