সম্প্রতি ভারতে লঞ্চ হল OnePlus 8। আজ দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হয়েছে।
OnePlus 8
সম্প্রতি ভারতে লঞ্চ হল OnePlus 8। আজ দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হয়েছে। 29 মে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দিয়েছিল চিনের কোম্পানিটি।
OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন পাওয়া যাবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 44,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে OnePlus 8-এর দাম 49,999 টাকা। অনলাইন ও অফলাইনে শেষ দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে।
OnePlus 8-এ ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি থাকছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং. OnePlus 8-এর ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Resident Evil Village, Like a Dragon: Infinite Wealth and More Join PS Plus Game Catalogue in January
Lava Blaze Duo 3 Confirmed to Launch in India Soon; Key Specifications Revealed via Amazon Listing