অক্টোবর মাসে OnePlus 6T লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে T-Mobile এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হবে এই স্মার্টফোন। সেই দেশে এই প্রথম কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে হাত মিলিয়ে স্মার্টফোন লঞ্চ করল OnePlus। মার্কিন মুলুকে OnePlus 6T লঞ্চের 30 দিনের মধ্যেই সেই দেশে বিক্রি 249 শতাংশ বিক্রি বেড়েছে। সম্প্রতি এই কথা জানিয়েছেন OnePlus সিইও পিট লাউ।
আরও পড়ুন: 10GB RAM সহ ভারতে এল নতুন OnePlus
সম্প্রতি হাওয়াই দ্বীপে Qualcomm এর টেক সামিটে এক সাক্ষাৎকারে পিট জানিয়েছেন বাজারে ছোট ফোনের চাহিদা থাকার কারনেই OnePlus প্রিমিয়াম সেগমেন্টে ছোট মাপের স্মার্টফোন নিয়ে আসতে চায়। যদিও ছোট ফোনে ছোট ব্যাটারি ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাক আপ এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই OnePlus 6T এর থেকে ছোট স্মার্টফোন লঞ্চ করলে ফোনের ব্যাটারি ব্যাক আপের সাথে আপোশ করতে হবে।
“ব্যাটারি সমস্যার সমাধান করলে আমরা নিঃসন্দেহে বাজারে ছোট স্মার্টফোন নিয়ে আসবো। গত কয়েক বছরে ব্যাটারি প্রযুক্ততে যুগান্তকারী পরিবর্তন আসেনি।” বলেন লাউ।
আরও পড়ুন: পরবর্তী OnePlus ফোনে থাকবে এই চিপসেট
এছাড়াও এই সাক্ষাৎকারে OnePus সিইও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গত 30 দিনে কোম্পানির স্মার্টফোন বিক্রি বেড়েছে 249 শতাংশ। T-Mobile এর সাথে হাত মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus 6T লঞ্চ করে এই সাফল্য পেয়েছে চিনের কোম্পানিটি। সারা দেশে মোট 5,600 টি T-Mobile স্টোর থেকে OnePlus 6T বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল থান্ডার পার্পেল OnePlus 6T
সম্প্রতি OnePlus জানিয়েছিল 2019 সালের গোড়ায় প্রথম 5G OnePlus স্মার্টফোন বাজারে আসবে। কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 মার্কিন ডলার বেশি দামে বাজারে আসবে OnePlus এর প্রথম 5G স্মার্টফোন।
কোম্পানির স্মার্টটিভি লঞ্চ প্রসঙ্গে OnePlus সিইও জানিয়েছেন, “আমরা এখনই স্মার্ট টিভি লঞ্চ করছি না। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা এই প্রোডাক্ট বাজারে আনবো।”
আরও পড়ুন: ভারতে কীভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে Apple?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন