ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে OnePlus। OnePlus 7 সিরিজের দুর্দান্ত সাফল্যের জন্যই সেরার শিরোপা জিতে নিল চিনের কোম্পানিটি। 2019 সালে দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 33 শতাংশ দখল করে ছিল OnePlus।
গত বছর ভারতে 20 লক্ষের বেশি OnePlus ফোন বিক্রি হয়েছে। এই প্রথম দেশের কোন প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড এক বছরে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি করল।
2019 সালে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে OnePlus -এর পরে দুই নম্বরে ছিল Samsung। এই তালিকায় তিন নম্বরে রয়েছে Apple। গত বছর প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 26 শতাংশ ও 25 শতাংশ দখল করেছিল Samsung ও Apple। iPhone XR এর সাফল্যের হাত ধরে 2019 সালে সবথেকে বেশি বৃদ্ধি দেখেছে Apple।
2019 সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন (30,000 টাকা বা তার বেশি দামের স্মার্টফোন) বাজারে রেকর্ড পরিমাণ ফোন বিক্রি হয়েছে।
লঞ্চের আগেই Amazon-এ দেখা গেল দুটি নতুন OnePlus স্মার্টফোন
সম্প্রতি এক রিপোর্টে এই সব তথ্য প্রকাশ করেছে Counterpoint Research। এই রিপোর্টে প্রকাশিত হওয়ার পরে OnePlus সহ প্রতিষ্ঠাতা পিট লাউ জানিয়েছেন, “2019 সাল OnePlus -এর জন্য একটা দুর্দান্ত বছর ছিল। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বর পথে এই বছর একের পর এক সাফল্য পেয়েছি আমরা। সেরা প্রোডাক্ট বানানোর কাজ চালিয়ে যাব আমরা।”
2019 সালে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে OnePlus 7। রিসার্চ বিশেষজ্ঞ কর্ণ চৌহান জানিয়েছেন, ভারতের রিটেল বাজারে OnePlus -এর প্রবেশ কোম্পানির সাফল্যকে নতুন স্তরে নিয়ে যেতে পারে।
বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite; লঞ্চ অফারে কী সুবিধা মিলছে?
চৌহান বলেন, “OnePlus গ্রাহকদের মুখ থেকে কোম্পানি সুনাম ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে 50 লক্ষ্যের বেশি গ্রাহক OnePlus ফোন ব্যবহার করেন।”
গত বছর 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, বেজেল লেস ডিজাইন, Qualcomm Snapdragon 855 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করে দেশের গ্রাহকদের মন জিতেছিল চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন