বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে আসছে OnePlus Turbo 6 সিরিজ, লঞ্চের তারিখ ঘোষণা হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 ডিসেম্বর 2025 13:31 IST
হাইলাইট
  • OnePlus Turbo 6 মডেলে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে
  • OnePlus Turbo 6V চলবে Snapdragon 7s Gen 4 প্রসেসরে
  • OnePlus Turbo 6 ও Turbo 6V উভয়েই 9,000mAh ব্যাটারি থাকবে

OnePlus Turbo 6 Series packs a 9,000mAh batery

Photo Credit: OnePlus

OnePlus Turbo 6 সিরিজ জানুয়ারি 8 চীনে লঞ্চ হচ্ছে। এই গেমিং স্মার্টফোন সিরিজের অধীনে দু'টি নতুন হাই পারফরম্যান্স হ্যান্ডসেট বাজারে আসবে — OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V। চাইনিজ ব্র্যান্ডটি ইতিমধ্যেই ফোনগুলির ডিজাইন প্রকাশ করেছে। আরও জানা গিয়েছে যে OnePlus Turbo 6 ফ্ল্যাগশিপ কিলার  Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত হবে। অন্য দিকে, OnePlus Turbo 6V মডেলে Snapdragon 7s Gen 4 প্রসেসের ব্যবহার করা হবে। OnePlus Turbo 6 সিরিজ কোম্পানির প্রথম স্মার্টফোন যা 9,000mAh ক্যাপাসিটির বিশাল ব্যাটারি পেয়েছে। চলুন আসন্ন দুই ফোনের বিষযে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus Turbo 6 সিরিজ জানুয়ারি 8 লঞ্চ হচ্ছে

ওয়ানপ্লাস টার্বো 6 এবং ওয়ানপ্লাস টার্বো 6ভি উভয়ের ডিজাইন একই রকম বলে মনে হচ্ছে। দুই স্মার্টফোনের পিছনের প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা আইল্যান্ডের ভিতরে ডুয়াল সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ সংযুক্ত করা আছে। ফোনগুলোর ফ্রেমে ম্যাট ফিনিশ থাকতে পারে। ওয়ানপ্লাস টার্বো 6 ব্ল্যাক, সিলভার, ও টারকয়েজ (সবুজাভ-নীল) রঙের বিকল্পে উপলব্ধ হবে। টার্বো 6ভি বিক্রি হবে ব্ল্যাক ও সিলভার শেডে।

OnePlus Turbo 6 সিরিজ স্পেসিফিকেশন

OnePlus Turbo 6 ফোনের সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট-সহ OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এতে সিকিউরিটির জন্য অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হল 9,000mAh ক্ষমতার ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে।

ওয়ানপ্লাসের আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট এবং Adreno 825 GPU থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এই 4 ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর আটটি কোর Kryo CPU নিয়ে গঠিত ও পিক ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ। এতে উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাডভ্যান্সড Gen AI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র‍্যাম ও UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

OnePlus Turbo 6-এর পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে।

উল্লেখ্য, OnePlus Turbo 6V মডেলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন টিজ হয়েছে। এতে 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন অফার করবে। আসন্ন হ্যান্ডসেটে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটির অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড ভার্সনের মতো হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor Magic 8 Pro Air অসম্ভব স্লিম ডিজাইন, 16GB র‍্যাম, ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল
  2. Infinix Note Edge বাজেটে স্লিম ডিজাইন, কার্ভড ডিসপ্লে, 6,500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  3. Realme P4 Power 5G: ভারতের প্রথম 10000mAh ব্যাটারির ফোনের দাম ফাঁস, লঞ্চ হতে পারে মাস শেষে
  4. Redmi Turbo 5 Max বিশাল 9000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ চিপসেটের সাথে লঞ্চ হচ্ছে
  5. Lava Blaze Duo 3 5G ডুয়াল অ্যামোলেড ডিসপ্লের সাথে কম দামে ভারতে লঞ্চ হল
  6. Vivo X200T অসাধারণ ফিচার্সের সাথে আসছে, লঞ্চের আগেই দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
  7. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  8. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  9. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  10. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.