OnePlus Turbo চারটি র্যাম ও অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus 15R ভারত Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে
OnePlus চলতি বছরের শেষে একঝাঁক পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন লঞ্চ করেছে। OnePlus 15-এর হাত ধরে ট্রেন্ডের সূত্রপাত করেছিল চাইনিজ ব্র্যান্ডটি। আর OnePlus 15R সেই বৃত্ত সম্পূর্ণ করেছে। তবে এখানেই শেষ নয়, উচ্চ কর্মদক্ষতার দিকে বিশেষভাবে নজর দিয়ে OnePlus Turbo নামে একটি নতুন গেমিং স্মার্টফোন লাইনআপ আনতে চলেছে তারা। এতে হাই রিফ্রেশ রেট, পাওয়ারফুল প্রসেসর, ও দীর্ঘ সময় গেম খেলার জন্য বিশাল ব্যাটারি থাকবে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে, এখন OnePlus Turbo মডেলটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এই স্মার্টফোনে Snapdraon 8s Gen 4 প্রসেসর ব্যবহার হবে বলে জানা গিয়েছে। এটি একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে লিস্টেড হয়ে পারফরম্যান্স সম্পর্কে ধারণা দিয়েছে।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ওয়ানপ্লাস টার্বো BOE কোম্পানির তৈরি 6.78 ইঞ্চি এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। জানিয়ে রাখি, খুব সম্প্রতি ভারতে লঞ্চ করা OnePlus 15R-এও একই বৈশিষ্ট্য-যুক্ত ডিসপ্লে রয়েছে।
ওয়ানপ্লাস টার্বো রান করবে স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসরে। জানা গিয়েছে এটি চারটি র্যাম ও অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে — 12 জিবি + 256 জিবি, 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি এবং 16 জিবি + 512 জিবি। দীর্ঘ সময় ধরে গেম খেলার জন্য এই ফোনে 9,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। হ্যান্ডসেটটি তিনটি রঙে লঞ্চ হওয়ার সম্ভাবনা।
ওয়ানপ্লাসের একটি নতুন ফোন AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এটি আসন্ন OnePlus Turbo হবে বলে দাবি করা হচ্ছে। ডিভাইসটির 16 জিবি র্যাম ভ্যারিয়েন্ট বেঞ্চমার্ক করা হয়েছে ও 2,609,327 পয়েন্ট স্কোর করেছে। এটি Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড হয়ে আসবে।
OnePlus Turbo সিরিজে আরও একটি ভ্যারিয়েন্ট আসতে পারে। ফোনটিতে Snapdragon 7 সিরিজের চিপসেট থাকতে পারে। অর্থাৎ প্রসেসর ডাউনগ্রেড করা হবে। তবে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 9,000mAh ব্যাটারি লাইনআপের সব মডেলের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে রাখা হতে পারে।
প্রসঙ্গত, OnePlus 15R ভারতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছিল। গতকাল থেকে সেল শুরু হয়েছে। ফোনটির 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 47,999 টাকা। অন্য দিকে, 12 জিবি + 512 জিবি ভার্সনের মূল্য 52,999 টাকা। Axis ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ছাড় মিলবে। ফলে দুই মডেলের দাম যথাক্রমে 44,999 টাকা এবং 47,999 টাকায় নেমে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme 16 Pro Series Camera Features Revealed; Realme Buds Air 8 Launch Date Announced