Photo Credit: TENAA
শীঘ্রই লঞ্চ হবে Oppo A92s। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। PDKM00 মডেল নম্বরে বেঞ্চমার্কিং ও সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। Oppo A92s-তে থাকতে পারে 12GB RAM ও 256GB স্টোরেজ। সঙ্গে থাকতে পারে 3,890mAh ব্যাটারি। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছে Oppo।
Oppo A92s-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MT6873 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে চারটি ও পিছনে দুটি ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। রঙে রয়েছে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল সেন্সর।
12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Wi-Fi, LTE, VoLTE, Bluetooth, GPS। ফোনের ভিতরে রয়েছে 3,890mAh ব্যাটারি। Oppo A92s-এর ওজন 184 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন