21 মে বিক্রি শুরু হবে Oppo A9x
লঞ্চ হল Oppo A9x। Oppo A9 ফোনের স্পেসিফিকেশনে সামান্য পরিবর্তন এনে চিনে লঞ্চ হয়েছে Oppo A9x। Oppo A9x ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Oppo A9x ফোনের ভিতরে থাকছে 4,020 mAh ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জের মাধ্যমে দ্রুত এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট আর 6GB RAM।
চিনে Oppo A9x এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে Oppo A9x প্রি-অর্ডার শুরু হয়েছে। 21 মে শুরু হবে বিক্রি।
Oppo A9x ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P70 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Oppo A9x ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Oppo A9x ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo A9x ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির ColorOS 6.0 স্কিন। ফোনের ভিতরে থাকছে 4,020 mAh ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জের মাধ্যমে দ্রুত এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন