Oppo AX5s ফোনে থাকছে Helio P35 চিপসেট
মিডরেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। নতুন এই ফোনের নাম Oppo AX5s। প্রায় সব বিভাগেই Oppo A5 এর সাথে Oppo AX5s ফোনের মিল রয়েছে। যদিও Oppo A5 ফোনে Snapdragon 450 চিপসেট ব্যবহার হলেও Oppo AX5s ফোনে ব্যবহার হয়েছে Helio P35 চিপসেট। আপাতত তাইওয়ানে লঞ্চ হয়েছে Oppo AX5s।
ইতিমধ্যেই তাইওয়ানের Oppo ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। এখনও এইও ফোনের দাম জানায়নি Oppo। তবে টেক গুরুরা বলছেন ভারতীয় মূদ্রায় 12,000 টাকার আশেপাশে তাইওয়ানে লঞ্চ হবে Oppo AX5s।
Oppo AX5s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo AX5s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Helio P35 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 64GB স্টোরেজ।
Oppo AX5s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Oppo AX5s তে থাকছে 4G LTE support, Bluetooth 4.2 আর USB-OTG। ফোনের ভিতরে থাকছে 4,230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন