Oppo Find X9 series launched in India in November, 2024
Photo Credit: Oppo
Oppo Find X9 ও Find X9 Pro ভারতে নভেম্বরে লঞ্চ হয়েছিল। আবার 2025 সাল শেষ হওয়ার আগেই এই সিরিজের তৃতীয় মডেলকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য বলছে, Oppo Find X9s নামে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন 2026 সালের গোড়াতেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এটি Find X9 লাইনআপের অন্য দুই মডেলের তুলনায় আকারে ছোট হবে। Oppo Find X9s মডেলের মুখ্য আকর্ষণ হতে পারে ক্যামেরা সিস্টেম। এতে 200 মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে। ফোনটি চলবে MediaTek প্রসেসরে।
টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Oppo Find X9s আগামী মার্চ, 2026-এ লঞ্চ হতে পারে। তাঁর দাবি, ফোনটি ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে কোম্পানির তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি। উল্লেখ্য, Oppo Find X9s-এর পূর্বসূরী Find X8s ভারতে লঞ্চ হয়নি।
সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Find X9s-এর সামনে 6.3 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোট করবে। স্ক্রিনে LTPS প্রযুক্তি ব্যবহার হবে যা কনটেন্ট অনুসারে ভিন্ন ফিক্সড রিফ্রেশ রেটের মধ্যে সহজে সুইচ করতে পারবে। চমৎকার পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 9500+ প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে।
ওপ্পো ফাইন্ড এক্স9এস সম্পূর্ণ নতুন ক্যামেরা সেটআপ অফার করতে পারে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। প্রসঙ্গত, ফাইন্ড এক্স8এস মডেলে হ্যাসেলব্লাডের টিউন করা 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে।
এছাড়াও, ফোনটিতে 7,000 বা তার বেশি mAh ব্যাটারি ব্যবহার হতে পারে। Oppo Find X9s-এর অন্যান্য ফিচার্সের মধ্যে থাকতে পারে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, মেটাল ফ্রেম, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও IP68 বা IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং।
প্রসঙ্গত, Find X9 এবং Find X9 Pro উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 16 জিবি পর্যন্ত র্যাম, ও ট্রিপল ব্যাক ক্যামেরা রয়েছে। Oppo Find X9-এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 84,999 টাকা। Find X9 Pro লঞ্চ হয়েছে 1,09,999 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.