Oppo Find X9 ভেলভেট রেড রঙে টাইটেনিয়াম গ্রে এবং স্পেস ব্ল্যাকের মতো একই হার্ডওয়্যার ও ফিচার্স রয়েছে।
Oppo Find X9 Velvet Red color now available for purchase in India
Oppo Find X9 নভেম্বর 18 ভারতে Find X9 Pro-এর সঙ্গে লঞ্চ হয়েছিল। তখন স্ট্যান্ডার্ড Find X9 স্পেস ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে কালার রঙের বিকল্পে উপলব্ধ ছিল। কিন্তু নভেম্বরের শেষে ফ্ল্যাগশিপ ফোনটির নতুন ভেলভেট রেড রঙ রিলিজ হয়েছিল। আজ এই কালার অপশনের সেল শুরু হয়েছে। এটি তিনটি রঙের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ও আকর্ষণীয় দেখতে। ভেলভেট রেড শুধুমাত্র 12 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50W ওয়্যারলেস চার্জিং, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা-সহ-সহ নানা দুর্দান্ত ফিচার্স রয়েছে। ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও রেখেছে কোম্পানি।
Oppo Find X9 ভেলভেট রেড রঙের দাম 74,999 টাকা৷ এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ) অফার করে। স্পেস ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে কালার অপশন কিনতেও একই খরচ। এটি ওপ্পোর অফিসিয়াল ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অনুমোদিত রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। Oppo নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর ফলে ফোনটি 67,499 টাকায় কেনার সুযোগ মিলবে। সঙ্গে 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে।
ওপ্পো ফাইন্ড এক্স9-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 120fps-এ 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
Oppo Find X9-এর সামনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন সহ 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং হোল-পাঞ্চ কাটআউটে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট,1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), ডলবি ভিশন, HDR10+, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 7,025mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি Android 16-ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে। প্রসঙ্গত, Oppo Find X9 Pro-এর দাম ভারতে 1,09,999 টাকা রাখা হয়েছে যা 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হয়। এটি টাইটেনিয়াম চারকোল ও সিল্ক হোয়াইট কালার স্কিমে উপলব্ধ৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Francis Lawrence’s The Long Walk (2025) Now Available for Rent on Prime Video and Apple TV