Oppo K13x 5G ফোনটি SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স সার্টিফায়েড।
Photo Credit: Oppo
360-ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডির সাথে আসবে Oppo K13x 5G
Oppo K13x জুনের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হতে চলেছে। তার আগে প্রচার চালাতে স্মার্টফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য ঘোষণা করতে শুরু করেছে ওপ্পো। ব্যাক প্যানেল ডিজাইন এবং কালার অপশন প্রকাশের পর, এখন বিল্ড কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আনল সংস্থা। Oppo K13x 5G ফোনটিতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি থাকবে বলে দাবি করা হয়েছে। ওপ্পো আরও জানিয়েছে, নয়া ডিভাইসটিতে সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম ব্যবহার হয়েছে। এটির ড্যুরাবিলিটি সার্টিফিকেশনও প্রকাশিত হয়েছে। ভারতে Oppo K13x এর দাম 15,999 টাকার নিচে হবে বলে শোনা যাচ্ছে।
Oppo K13x 5G স্মার্টফোনটিতে কোম্পানির নিজস্ব স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম থাকবে, যা সামুদ্রিক স্পঞ্জের অনুকরণে তৈরি। ওপ্পো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, মোবাইলের অভ্যন্তরীণ অংশগুলিকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য স্পঞ্জের মতো স্তর সহ নমনীয়, শক-গ্রহণকারী উপকরণ ব্যবহার করা হয়েছে। Oppo K13x 5G এর আরেকটি বিশেষত্ব হল একটি খুব শক্তিশালী AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ইনার ফ্রেম, যা অন্যান্য অ্যালয়ের তুলনায় 10 শতাংশ বেশি টেকসই বলে দাবি করা হচ্ছে।
ওপ্পো স্মার্টফোনটি বাক্সের ভিতরে একটি অ্যান্টি-ড্রপ শিল্ড কেস দেবে বলে নিশ্চিত করেছে। ডিসপ্লেতে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন থাকবে। স্ক্রিনটি স্প্ল্যাশ টাচ ও গ্লোভ টাচ মোড অফার করবে, ফলে ভেজা, চিটচিটে বা গ্লাভস পরা হাতেও নির্বিঘ্নে ফোন ব্যবহার করা যাবে। K13x 5G এর শক্তিকে পূর্ণতা দেবে 360-ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি। এটি SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স সার্টিফায়েড। জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP65 রেটিং থাকবে বলেও জানানো হয়েছে।
Oppo K13x 5G মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটির পিছনের প্যানেলের উপরের বাম কোণে উল্লম্বভাবে ক্যামেরা মডিউল অবস্থিত, যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ লম্বালম্বি সাজানো। ফোনটিতে AI ইমেজিং এবং এডিটিং ফিচার্স থাকতে পারে। ফ্লিপকার্টে ফোনটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ অনলাইনে ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।
ভারতে Oppo K13x 5G এর দাম 15,999 টাকার কম হবে বলে জানা গিয়েছে। ফাঁস করা রিপোর্ট অনুযায়ী, এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Next-Gen Xbox Will Be 'Very Premium, Very High-End Curated Experience', Says Xbox President Sarah Bond
ChatGPT's Voice Mode Could Soon Support Rich Content Including Links, Maps: Report