Oppo K13x 5G সস্তায় জুন 23 দেশে লঞ্চ হচ্ছে, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে!

Oppo K13x 5G জুন 23 ভারতে আসছে৷ এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 50MP ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারি থাকবে

Oppo K13x 5G সস্তায় জুন 23 দেশে লঞ্চ হচ্ছে, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে!

Photo Credit: Oppo

Oppo K13x 5G মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ কালারে আসবে

হাইলাইট
  • Oppo K13x 5G এর দাম 15,000 টাকার নিচে থাকবে
  • এই স্মার্টফোন সেগমেন্টের সেরা বিল্ড কোয়ালিটি অফার করবে
  • Oppo K13x 5G AI ডুয়াল ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে আসবে
বিজ্ঞাপন

Oppo K13x 5G অবশেষে জুনেই ভারতে লঞ্চ হচ্ছে। কোম্পানি লঞ্চের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি আসন্ন বাজেট ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ করেছে। এটি 15,000 টাকার কম দাম পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফোনটির ড্যুরাবিলিটি বাড়াতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি থাকছে। এছাড়াও, সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম রয়েছে। সঙ্গত কারণেই Oppo K13X 5G তার বিভাগে সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি অফার করবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810H ড্যুরাবিলিটি সার্টিফিকেশন সহ IP65 রেটিং দিয়ে সজ্জিত।

ভারতে Oppo K13X 5G লঞ্চের তারিখ

Oppo K13x 5G ভারতে জুন 23 দুপুর 12 টায় লঞ্চ হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। দেশে ফোনটির দাম 15,000 টাকার নিচে হবে বলে জানিয়েছে ওপ্পো। এটি মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ রঙে এক্সক্সুসিভলি Flipkart-এর মাধ্যমে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 6300 চিপসেট। এটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং 128GB স্টোরেজ সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে Android 15-ভিত্তিক ColorOS 15 ইনস্টল করা থাকবে।

Oppo K13x 5G মডেলে Google Gemini এবং AI সামারি, AI রেকর্ডার এবং AI স্টুডিয়োর মতো ফিচার্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি থাকবে যা 45W SuperVOOC চার্জিং সমর্থন করবে। কোম্পানিটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে এতে AI-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্লেকশন রিমুভার এবং AI ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ইমেজিং ফিচার্স সমর্থন করবে।

Oppo K13x 5G এর একটি বড় হাইলাইট হল স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম, যা সামুদ্রিক স্পঞ্জের অনুকরণে তৈরি। স্মার্টফোনের অভ্যন্তরীণ অংশগুলিকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য স্পঞ্জের মতো স্তর সহ নমনীয় উপকরণ দিয়ে সিস্টেমটি তৈরি হয়েছে। এছাড়া, এতে শক্তিশালী AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ইনার ফ্রেম থাকছে যা অন্যান্য অ্যালয়ের তুলনায় 10 শতাংশ বেশি টেকসই।

Oppo K13x 5G এর ডিসপ্লেতে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন থাকবে। স্ক্রিনটি স্প্ল্যাশ টাচ ও গ্লোভ টাচ মোড অফার করবে। ভেজা বা গ্লাভস পরা হাতেও ফোন চালানো যাবে। একে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি যুক্ত মোবাইলে পরিণত করবে SGS গোল্ড ড্রপ-রেজিস্ট্যান্স, SGS মিলিটারি স্ট্যান্ডার্ড এবং MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স। সবশেষে, জল ও ধুলো প্রতিরোধের জন্য IP65 রেটিং বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  2. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  3. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  4. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  5. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  6. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  7. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
  8. Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে
  9. AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
  10. চীনের বাজার কাঁপিয়ে এবার ভারতে আসছে Vivo X Fold 5, ব্যাটারি ও ক্যামেরায় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »