Oppo K13x 5G মধ্যবিত্তের বাজেটে 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল

Oppo K13x স্মার্টফোনে 120 হার্টজ LCD স্ক্রিন, 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, Dimensity 6300 প্রসেসর, ও 6,000mAh ব্যাটারি রয়েছে।

Oppo K13x 5G মধ্যবিত্তের বাজেটে 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল

Photo Credit: Oppo

Oppo K13x 5G মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ রঙে বিক্রি হচ্ছে

হাইলাইট
  • Oppo K13x 5G মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন ও IP65 রেটিং অফার করে
  • ফোনটি 6,000mAh ব্যাটারি ও 50MP প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে
  • ফোনে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি রয়েছে
বিজ্ঞাপন

Oppo K13x 5G অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার ভারতে লঞ্চ হল। এই ফোনে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি রয়েছে। একইসাথে, ওপ্পোর নতুন ফোন MIL -STD 810H শক রেজিট্যান্স সার্টিফায়েড। এতে সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম রয়েছে। হাত থেকে নিচে পড়লেও যাতে ফোন না ভাঙে বা ভেতরের কোনও অংশ ক্ষতিগ্রস্ত না হয়, সেই কথা মাথায় রেখেই Oppo K13x 5G ডিজাইন করা হয়েছে বলে দাবি কোম্পানির। এতে 6,000mAh ব্যাটারি, Corning Gorilla Glass 7i প্রোটেকশন, এবং জলের ছিটে থেকে রক্ষা করার জন্য IP65 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্সের মতো ফিচার্স দিয়েছে ওপ্পো।

ভারতে Oppo K13x 5G এর দাম

ভারতে Oppo K13x 5G এর দাম 11,999 টাকা থেকে শুরু, যা 4GB RAM + 128GB স্টোরেজ অফার করে। অন্যদিকে, একই স্টোরেজ কিন্তু 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা রাখা হয়েছে। ফোনটি মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ রঙে পাওয়া যাচ্ছে। জুন 27 থেকে Flipkart ও ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।

Oppo K13x 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Oppo  K13x 5G এর সামনে 6.67 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিট ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। ডিসপ্লেটি স্প্ল্যাশ টাচ এবং গ্লোভ টাচ প্রযুক্তি সমর্থন করে। যার অর্থ ভেজা বা গ্লাভস পরা হাতেও ফোন চালানো যাবে। ফোনটি 6 ন্যানোমিটারের অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। এটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।

ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ColorOS 15 কাস্টম স্কিনে রান করে। এবং এতে Google Gemini,  AI সামারি, AI রেকর্ডার এবং AI স্টুডিয়োর মতো ফিচার্স রয়েছে। ফটোগ্রাফির জন্য, Oppo K13x 5G এর রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের (f/1.8 অ্যাপারচার) এবং দ্বিতীয়টি f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা।

অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং অফার করে। আবার AI ইরেজার, AI আনব্লার, AI রিফ্লেকশন রিমুভার এবং AI ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ইমেজিং ফিচার্স সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি থাকছে যা 45W SuperVOOC চার্জারে দ্রুত চার্জ হয়ে যাবে। সবশেষে, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম, 5G, Wi-Fi, ব্লুটুথ 5.4, NFC, GPS, 3.5mm অডিও জ্যাক এবং একটি USB Type-C পোর্ট।

  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1604 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  2. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  3. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
  4. Amazon Prime Day Sale 2025: ফোনের থেকেও সস্তায় মিলছে ট্যাব, অর্ধেকেরও কম দামে কেনার শেষ সুযোগ
  5. Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন
  6. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেল শুরু হল, অবিশ্বাস্য ছাড়ে Samsung-এর ফোন বিক্রি হচ্ছে
  7. 21,999 টাকার হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Nothing, কীভাবে পাবেন জেনে নিন
  8. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  9. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  10. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »