ভারতে তৈরী হবে নতুন গবেষণা কেন্দ্র। সোমবার চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। কোম্পানি জানিয়েছে হায়দ্রাবাদে তৈরী হবে ভারতে Oppo –র প্রথম গবেষণা কেন্দ্র।
ভারতে তৈরী হবে নতুন গবেষণা কেন্দ্র। সোমবার চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। কোম্পানি জানিয়েছে হায়দ্রাবাদে তৈরী হবে ভারতে Oppo –র প্রথম গবেষণা কেন্দ্র। ইতিমধ্যেই ভারতের গবেষণা কেন্দ্রের প্রধান হিসাবে তাসলিম আরিফকে নিয়োগ করেছে চিনের কোম্পানিটি।
সোমবার এক বিবৃতিতে Oppo জানিয়েছে, “গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর Oppo। প্রযুক্তিতে আরও উন্নতির জন্য ভারতের হায়দ্রাবাদ শহরে দেশের প্রথম গবেষণা কেন্দ্র শুরু করল Oppo। যা ভারতের গ্রাহকদের প্রতি আমাদের নিষ্ঠা ও ভালোবাসাকে প্রমাণ করে।”
ভারতের গ্রাহকদের জন্য স্থানীয়ভাবে সফওয়্যার ডেভেলপমেন্টের জন্য আরিফের নেতৃত্বে হায়দ্রাবাদের গবেষণা কেন্দ্রে কাজ হবে। Oppo তে কাজ করার আগে আরিফ Samsng –এর গ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন। প্রায় পনেরো বছরের সফটওয়্যার ডেভেলপমেন্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
“তাসলিমকে কোম্পানিতে পেয়ে আমরা খুবই উত্তেজিত। তাঁর নেতৃত্বের ক্ষমতা ও পনেরো বছরের অভিজ্ঞতা ভারতে কোম্পানিকে সঠিক দিকে নিয়ে যাবে বলে আশা করছি।” বলে জানিয়েছে Oppo।
হায়দ্রাবাদ ছাড়াও, চিন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে Oppo-র আরও ছয়টি গবেষণা কেন্দ্র রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along