ভারতে লঞ্চ হল Oppo R15 Pro। R15 Pro ফোনের প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরায় Sony IMX519 সেন্সার। কোম্পানির সুপার ফাস্ট VOOC চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনে। R15 Pro তে গ্লাস ব্যাক ব্যবহার করেছে Oppo। সাথে NFC পেমেন্ট সাপোর্ট।
আরও পড়ুন: সস্তা হল Redmi Y2, কতো দামে পাওয়া যাচ্ছে এই ফোন?
6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo R15 Pro এর দাম 25,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে R15 Pro। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 8,938 টাকা পর্যন্ত ছাড় মিলবে।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
ডুয়াল সিম Oppo R15 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0 স্কিন। R15 Pro তে থাকছে একটি 6.28 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
আরও পড়ুন: 48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X
R15 Pro ফোনের পিছনে থাকছে 10MP+16MP ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় Sony IMX519 সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে একটি 16MP f/2.0 ক্যামেরা।
আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার
কানেক্টিভিটির জন্য Oppo R15 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,430 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন