চিনে Oppo R15x এর দাম 2499 ইউয়ান (প্রায় 26,400 টাকা)
লঞ্চ হল নতুন Oppo R15x। সম্প্রতি লঞ্চ হওয়া Oppo K1 ফোনের সাথে হুবহু মিলে যাচ্ছে এই ফোনের স্পেসিফিকেশান। Oppo R15x ফোনের ডিসপ্ল্র নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও R15x এ রয়েছে Snapdragon 660 চিপসেট, 25MP সেলফি ক্যামেরা আর 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ।
আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছে Oppo R15x। প্রতিবেশী দেশে Oppo R15x এর দাম 2499 ইউয়ান (প্রায় 26,400 টাকা)। শুধুমাত্র 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে R15xফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী 1 নভেম্বর থেকে শুরু বিক্রি।
Oppo R15x ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Oppo R15x ফোনে রয়েছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে 25MP সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছ একটি 3500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন