Realme 1 price in India is Rs. 10,990 for the Silver limited edition model
আগামি সপ্তাহে ভারতে লঞ্চ হবে একটি Realme 1 মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট। ভারতের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে নতুন এই ফোন লঞ্চ করেছিল চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। 2018 সালের মে মাসে এই ফোন লঞ্চ করা হয়েছিল। আপাতত ডায়মন্ড ব্ল্যাক ও সোলার সিলভার কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে। তবে নতুন এই মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট বাজারে আনার কথা আগেই জানিয়েছিল চিনের এই কোম্পানি।
Realme 1 লঞ্চের ঠিক এক মাসের মাথায় লঞ্চ হবে নতুন এই সিলভার ভেরিয়েন্ট। আগামী 18 জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 3GB/ 4GB/ 6GB RAM ও 32GB/ 64GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া গেলেও শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন এই সিলভার এডিশান পাওয়া যাবে। মুনলাইট সিলভার এডিশান Realme 1 এর দাম 10,990 টাকা। শুধুমাত্র Amazon থেকেই ভারতে এই ফোনটি কেনা যাবে।
ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।
Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন