Oppo Reno 15 5G সিরিজে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।
Oppo Reno 15 Pro Mini 5G is a all-new smartphone introduced in India
Oppo Reno 15 Series বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে অধীনে তিনটি মডেল বাজারে এসেছে — Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G। প্রতিটি ফোনে AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, তিনটি রিয়ার ক্যামেরা, IP68 + IP69 রেটিং, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আবার Reno 15 Pro এবং Reno 15 Pro Mini ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। এক কথায়, Oppo-এর তিন নতুন ফোন ক্যামেরা-কেন্দ্রিক। চলুন ফোনগুলোর দাম ও ফিচার্স সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Oppo Reno 15 Pro এবং Reno 15 Pro Mini মডেলে Dimensity 8450 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ এবং সর্বাধিক 12 জিবি র্যামের সাথে যুক্ত। দুই ফোনে যথাক্রমে 6.78 ইঞ্চি ও 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K (1,272 x 2,772 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো 15 প্রো এবং রেনো 15 প্রো মিনি 5G-এর পিছনে তিনটি ক্যামেরা আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। এই ক্যামেরা 60fps-এ 4K HDR ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
Oppo Reno 15 Pro ও Reno 15 Pro Mini যথাক্রমে 6,500mAh এবং 6,200mAh ব্যাটারির সাথে এসেছে। উভয় মডেলে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনগুলো Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে।
Oppo Reno 15 5G মডেলে 6.59 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে প্রো মডেলের মতো একাধিক বৈশিষ্ট্য মিলবে। ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট দ্বারা চালিত এবং 80W ওয়্যার্ড চার্জিং সহ 6,500mAh ব্যাটারি পেয়েছে। অপারেটিং সিস্টেম, IP রেটিং, সেলফি ক্যামেরা, বিল্ড, ও কানেক্টিভিটি ফিচার্স Pro সংস্করণের মতোই। ক্যামেরা সেটআপ একই রকম, তবে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সের পরিবর্তে স্ট্যান্ডার্ড মডেলে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া রয়েছে ও মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
Oppo Reno 15 5G-এর দাম ভারতে 45,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। উচ্চতর 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 48,999 টাকা এবং 53,999 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, Oppo Reno 15 Pro 5G ও Oppo Reno 15 Pro Mini 5G-এর দাম যথাক্রমে 67,999 টাকা ও 59,999 টাকা থেকে শুরু। ফোনগুলি ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর, Amazon এবং Flipkart-এ জানুয়ারি 13 থেকে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Sale Offers