Oppo Reno 15 Series focuses on portrait photography and video recording features
Photo Credit: Oppo
Oppo Reno 15 লাইনআপ আগামী সপ্তাহে ভারতে আসছে। শুক্রবার চাইনিজ সংস্থাটি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G জানুয়ারি 8 ভারতে লঞ্চ হবে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ফোনগুলির ডিজাইন ও বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে। Reno 15 সিরিজ পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিং কোয়ালিটি উন্নত করার উপরে বিশেষ জোর দিয়েছে। প্রতিটি স্মার্টফোন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ইমেজিং টুলসের সঙ্গে বাজারে আসবে। Reno 15 Pro 5G ও Reno 15 Pro Mini 5G মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
Oppo Reno 15 সিরিজের ফোনগুলিতে সম্পূর্ণ নতুন ক্যামেরা সিস্টেম থাকার কথা জানানো হয়েছে। এটি পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও শ্যুটে বিশেষ ফোকাস করবে। ছবি এবং ভিডিওর মান পূর্বসূরী Reno 14 সিরিজের চেয়ে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তিনটি মডেলেই AI Editor 3.0 টুল থাকবে, যার মধ্যে AI পোট্রেট গ্লো ও মোশন ফটো এডিটিং ফিচার মিলবে।
Oppo Reno 15 Pro 5G ও Reno 15 Pro Mini 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। উভয় ফোনে গ্রুপ ফটো প্রসেসিং ফিচার থাকবে, যার ফলে একসঙ্গে তোলা ছবিতে সবার মুখ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।
ওপ্পো রেনো 15 সিরিজে টোন-ব্যালেন্সিং টেকনোলজি থাকবে। এক কথায় বললে, আসন্ন ফোনগুলি ক্যামেরা-কেন্দ্রিক হতে চলেছে। প্রো মডেল দু'টি ফ্রন্ট, প্রাইমারি, টেলিফটো, এবং আল্ট্রাওয়াইড ক্যামেরায় 4K HDR ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়াও, ডুয়াল ভিউ রেকর্ডিং (ফ্রন্ট-ব্যাক ক্যামেরায় একসঙ্গে রেকর্ড) ও ভিডিও শ্যুটের সময় ছবি তোলার সুবিধা পাওয়া যাবে।
বেস Reno 15 5G মডেলে তিনটি ক্যামেরা থাকবে। তবে এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা মিলবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
উল্লেখ্য, Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের বক্স প্রাইস ফাঁস হয়েছে, যা 64,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। যার ফলে ডিভাইসটির বিক্রয়মূল্য 59,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে। ফোনগুলো Flipkart, Amazon, এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.