অনবদ্য ক্যামেরার সাথে Oppo Reno 15 সিরিজ 5G-এর সেল শুরু, ক্রেতাদের জন্য গুচ্ছের অফার
লঞ্চ অফারে Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G ক্যাশব্যাক, নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনফিট-সহ বিভিন্ন সুবিধার সাথে পাওয়া যাবে। Oppo Reno 15 লাইনআপে 120Hz AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Reno 15 Pro ও Reno 15 Pro Mini 5G-তে 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।