Oppo Reno 15 Series ও Poco M8 5G আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 Pro Mini 5G and Poco M8 5G launch
Oppo Reno 15 Series ও Poco M8 5G আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে। Poco M8 5G মডেলের দাম বাজেট রেঞ্জে থাকবে। তবে Reno 15 লাইনআপের দাম কিছুটা বেশি হবে। কারণ Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে লঞ্চ হবে। পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও কোয়ালিটি অবাক করবে। দুই Pro মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সিরিজের তিনটি ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। অন্য দিকে, Poco M8 5G কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনটি চারটি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। ফলে এটি লঞ্চের আগে শোরগোল ফেলে দিয়েছে। চলুন দেখে নিই Oppo Reno 15 Series এবং Poco M8 5G আর কী কী চমকের সাথে আসছে।
Oppo Reno 15 সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek Dimensity 8450 চিপসেট থাকবে। লাইনআপের একটি ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 6,200mAh ব্যাটারি মিলবে। বেস Reno 15 5G মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।
Oppo Reno 15 Pro 5G ও Reno 15 Pro Mini 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে আসতে পারে। এই ফোনদ্বয়ের সমস্ত ক্যামেরা 4K HDR ভিডিও রেকর্ড করতে পারবে।
টেক ব্লগার অভিষেক যাদবের ফাঁস করা তথ্য অনুসারে, Oppo Reno 15 5G-এর দাম 45,999 টাকা থেকে শুরু হয়ে 53,999 টাকা পর্যন্ত যেতে পারে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে।
Oppo Reno 15 Pro 5G-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 59,999 টাকা ও 64,999 টাকা রাখতে পারে কোম্পানি। Reno 15 Pro 5G-এর দাম 67,999 টাকা থেকে শুরু হয়ে 72,999 টাকা পর্যন্ত যেতে পারে। মনে রাখবেন, গ্যাজেটস 360 দামের সত্যতা যাচাই করেনি। তাছাড়া কোম্পানি লঞ্চ অফার হিসেবে ব্যাঙ্ক ডিসকাউন্ট ঘোষণা করতে পারে। ফলে দাম কিছুটা নেমে আসবে।
Poco M8 5G-এর সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ (1,080 x 2,392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
Poco M8 5G ফোনে f/1.8 ফ্রেম অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা থাকবে। এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ব্যাক ক্যামেরায় AI রিফ্লেকশন রিমুভাল, AI ম্যাজিক ইরেজার প্রো, AI স্কাই রিপ্লেসমেন্ট ফিচার্স থাকছে। ডিভাইসে ডুয়াল স্পিকার থাকবে, যার সাথে Dolby Atmos এবং 300 শতাংশ ভলিউম বুস্ট পাওয়া যাবে।
Poco M8 5G কার্বন ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, এবং ফ্রস্ট কালার অপশনে বিক্রি হবে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে EV-গ্রেড 5,520mAh সিলিকন কার্বন ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। পোকো দাবি করছে, ব্যাটারি ফুল চার্জে 1.6 দিন ব্যবহার করা যাবে। ফোনের দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces