ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Oppo কোম্পানির একটি নতুন হ্যান্ডসেট সিরিজ Oppo Reno 13 5G। কোম্পানির এই নতুন সিরিজটিতে বেস মডেল Oppo Reno 13 5G এবং প্রো মডেল Reno 13 Pro 5G হ্যান্ডসেটটগুলি যুক্ত করা আছে। উভয় হ্যান্ডসেটেই কিছু এক বৈশিষ্ট্য এবং কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে