Oppo Reno 15 ও Reno 15 Pro এর প্রতিটি ক্যামেরা (ফ্রন্ট ও ব্যাক ধরে চার) হাই রেজোলিউশনের হবে বলে জানা গেছে। প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একইসাথে লাইভ-স্ট্রিমিং করতে পারবে।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।
Oppo Reno 15 মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির সামনের দিকে 6.32 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম থাকবে।
ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Oppo কোম্পানির একটি নতুন হ্যান্ডসেট সিরিজ Oppo Reno 13 5G। কোম্পানির এই নতুন সিরিজটিতে বেস মডেল Oppo Reno 13 5G এবং প্রো মডেল Reno 13 Pro 5G হ্যান্ডসেটটগুলি যুক্ত করা আছে। উভয় হ্যান্ডসেটেই কিছু এক বৈশিষ্ট্য এবং কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে